মোহরছড়া, ৬ ফেব্রুয়ারি: মোহরছড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের এনএসএস ইউনিটের সাত দিনব্যাপী বিশেষ বার্ষিক প্রশিক্ষণ শিবিরের সূচনা হয় মঙ্গলবার।মঙ্গল প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানে শুভ সূচনা করেন পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন যমুনা দাস রায়।
এই উপলক্ষে বিদ্যালয়ে হয় এক রক্তদান শিবির ।শিবিরে ১২ জন স্বেচ্ছায় রক্ত দান করেন।অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সদস্য নিরোদ দাস গ্রাম পঞ্চায়েতের প্রধান লক্ষ্মী রানী দাস,বিদ্যালয়ের পরিচালন কমিটির চেয়ারম্যান নীহাররঞ্জন শর্মা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক দীপক কুমার দাস সহ অন্যান্যরা।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অথিতি গন রক্তদানের গুরুত্ত নিয়ে বিস্তারিত আলোচনা রাখেন। মোহরছড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয় এর জাতীয় সেবা প্রকল্পের সাত দিনের কর্মসূচিতে স্বচ্ছ ভারত অভিযান,রক্তদান,বৃক্ষের পরিচর্যা সহ ছাত্র ছাত্রীদের সার্বিক বিকাশের জন্যে বিভিন্ন প্রয়োজনীয় বিভিন্ন বিশেষ ক্লাসের সংস্থান রাখা হয়েছে।