ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৫ ফেব্রুয়ারি।। মুম্বাইয়ের কাছেও হারলো ত্রিপুরা। বোধ হয় আর ঘুরে দাঁড়ানোর অবকাশ নেই। তবে বিশেষজ্ঞ ক্রিকেট প্রেমীদের মতে লীগের শেষ ম্যাচ আগামী সাত ফেব্রুয়ারি নাগাল্যান্ডের বিরুদ্ধে। জয় দিয়ে ত্রিপুরা দল এবারকার লীগ অভিযান শেষ করবে বলে ধারণা। দুদিন আগে গুজরাটের কাছে ৮ উইকেটে পরাজয়ের পর আজ লীগের ৬ষ্ঠ ম্যাচে মুম্বাইয়ের কাছেও হার স্বীকার করতে হয়েছে। তবে ব্যাটিং ব্যর্থতার দায়ে মুম্বাইয়ের কাছে ১৬৩ রানের বড় ব্যবধানে হারতে হয়েছে ত্রিপুরা দলকে। বিসিসিআই আয়োজিত মহিলাদের অনূর্ধ্ব ২৩ জাতীয় এক দিবসীয় ক্রিকেট টুর্নামেন্ট। খেলা ছিল কলকাতার দেশবন্ধু পার্ক গ্রাউন্ডে। টস জিতে মুম্বাই প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয় এবং নির্ধারিত পঞ্চাশ ওভার খেলে ৭ উইকেট হারিয়ে ২৮৮ রাম সংগ্রহ করে। দলের পক্ষে অধিনায়ক ও উইকেট রক্ষক রিয়া চৌধুরীর ১৩২ রান এবং খুশির ৭২ রান দলের স্কোর আকাশছোঁয়া করে তোলে। রিয়া ১৪২ বল খেলে ১৩ টি বাউন্ডারি ও দুটো ওভার বাউন্ডারি হাঁকিয়ে ১৩২ রান পায়। খুশির ৭২ রান এসেছে ৭৯ বল খেলে সাতটি চারের মার থেকে। রাজ্য দলের অম্বেষা দাস তিনটি এবং সেবিকা দাস, মৌমিতা দেব ও অন্তরা দাস প্রত্যেকে একটি করে উইকেট পেয়েছে। জবাবে ত্রিপুরা দল ট্র্যাডিশনাল ব্যাটি়ং ব্যর্থতার দায়ে সাকূল্যে ১২৫ রানে ইনিংস গুটিয়ে নিতে বাধ্য হয়। ৪৪.২ ওভার খেললেও ১৬৩ রানে হার স্বীকার করে ত্রিপুরার অনূর্ধ্ব ২৩ মহিলা ক্রিকেট দল। অন্তরা দাসের ৫৩ রান যথেষ্ট উল্লেখযোগ্য হলেও অন্যরা তেমন রান সংগ্রহে সাফল্য না পাওয়ায় কার্যত সহজ হার স্বীকার করতে হয়। অন্তরা ৭৩ বল খেলে নটি বাউন্ডারি মেরে ৫৩ রান পেয়েছিল। মুম্বাই দলের জাহ্নবী, কৌশিস ও সানিকা দুটি করে উইকেট পেয়েছে।