আগরতলা, ৫ ফেব্রুয়ারি: যাঁরা ক্ষমতার লোভে তিপ্রা মথা দল ত্যাগ করে জাতীয় দলে যোগদান করেছেন তাঁরা বাক স্বাধীনতা হারিয়ে ফেলেছেন। ত্রিপুরার তীপ্রাসাদের ন্যায় দেওয়ার জন্য আমি জাতীয় দল ত্যাগ করেছিলাম। আজ রাজধানীর মালঞ্চ নিবাসে তিপ্রা মথার তৃতীয় প্রতিষ্ঠা দিবসে দল ত্যাগীদের বিরুদ্ধে সুর চড়ালেন তিপ্রামথার প্রাক্তন সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন।
তাঁর কথায় ,যদি কাউকে ধ্বংস করতে চাও তাহলে প্রথমে তাঁর বিশ্বাসকে ভাঙতে হবে। ইতিহাসে প্রথমবারের মতো কোনো আঞ্চলিক দল বিরোধী দলের তকমা পেয়েছে। এখন বিধানসভায় তীপ্রসাদের উন্নয়নের জন্য কথা বলতে ১৩ জন বিধায়ক রয়েছে।
তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, কিন্তু এখনও দলে কমতি রয়েছে।কারণ,সাংগঠনিক দিক দিয়ে এখনো দুর্বল হয়ে রয়েছে। তিপ্রা মথা দল ২০২৩ বিধানসভা নির্বাচনে বিরোধী দলের স্থান পেয়েছে ঠিকই কিন্তু এখনও তীপ্রাসারা শিক্ষার দিক দিয়ে দুর্বল হয়ে রয়েছে। তিনি তিপ্রাসাদের উদ্দেশ্যে বলেন, যদি জীবনে উন্নয়ন চান তাহলে প্রতিদিন লড়াই জারি রাখতে হবে।
তাঁর কটাক্ষ, যাঁরা ক্ষমতার লোভে তিপ্রা মথা দল ত্যাগ করে জাতীয় দলে যোগদান করেছেন তাঁরা বাক স্বাধীনতা হারিয়ে ফেলেছেন। ত্রিপুরার তীপ্রাসাদের ন্যায় দেওয়ার জন্য আমি জাতীয় দল ত্যাগ করেছিলাম। ত্রিপুরায় এখনও পর্যন্ত তীপ্রাসারা ন্যায় পায় নি। তাঁরা এখনো ভূমিহীন। রাজ্যে ব্রু এবং রিয়াং শরণার্থীদের বিভক্ত করার চেষ্টা করা হচ্ছে বলে দাবি তাঁর।
এদিন তিনি হুশিয়ারি দিয়ে বলেন ,বাংলা হরফে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা দেওয়ার বিষয়টি ছাত্র ছাত্রীদের উপর জোরপূর্বক চাপিয়ে দেওয়া হচ্ছে। যদি কেউই মনে করে থাকেন বুবাগ্রা দুর্বল হয়ে পড়েছে তাহলে তাঁদের ভুল ধারণা। তিপ্রাসাদের ভাবাবেগ নিয়ে খেলার চেষ্টা করলে তাহলে পর্ষদের সভাপতি ডঃ ধনঞ্জয় গণচৌধুরী ও ত্রিপুরা সরকারকে উচিত জবাব দিয়ে প্রস্তুত দল।

