আগরতলা, ৫ ফেব্রুয়ারি : আগুনে পুড়ে ছাই বসত ঘর। আজ দুপুরে বিলোনিয়া থানাধীন চিত্তামারা এলাকার বাসিন্দা বিক্রমাদিত্য পালের ঘর আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক সাত লক্ষাধিক টাকা হবে বলে জানিয়েছেন বাড়ির মালিক।
বাড়ির মালিক বিক্রমাদিত্য পাল জানিয়েছেন, আজ দুপুরে বাড়ির লোকজন হঠাৎ আগুন লাগার দৃশ্য প্রত্যক্ষ করেন। ঘরে আগুন লাগার দৃশ্য দেখতে পায়ে তিনি চিৎকার চেচামেচি শুরু করে। সাথে সাথে দমকলবাহিনীকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে ছুটে আসেন তাঁরা।এলাকাবাসী ও দমকলকর্মীদের দীর্ঘ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সম্ভব হয়েছে বলে জানিয়েছেন তিনি। কিন্তু ততক্ষণে ঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে। রান্না উনুন থেকে ওই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
তিনি আরও জানিয়েছেন, দমকলের কর্মীরা ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণ আনলেও রক্ষা হয়নি ঘরের জিনিসপত্রের।ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক সাত লক্ষাধিক টাকা হবে।

