নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ ফেব্রুয়ারি: আগরতলা এমবিবি বিমানবন্দরে প্রতিকূল আবহাওয়ার মধ্যেও যেন বিমান সহসায় অবতরণ করতে পারে তার জন্য অত্যাধুনিক ইন্সট্রুমেন্ট ল্যান্ডিং সিস্টেম বা আপডেটেড আইএলএস পদ্ধতি দ্রুত কার্যকরী করার জন্য রাজ্যসভায় স্পেশাল মেনশনে দাবি উত্থাপন করেন সাংসদ বিপ্লব কুমার দেব।
কেন্দ্রীয় বেসামরিক বিমান পরিবহন মন্ত্রকের দৃষ্টি আকর্ষন করে তিনি জানান, এমবিবি বিমানবন্দরটি একটি আইএফআর (ইনস্ট্রুমেন্ট ফ্লাইট রুলস) বিমানবন্দর, যেখানে বিমানের অবতরণ এবং উড্ডয়ন করা হয় ইনস্ট্রুমেন্ট ল্যান্ডিং সিস্টেম বা আইএলএস পদ্ধতির মাধ্যমে। যা বিমানের সঠিক অবতরণে সহায়তা করে।
এমবিবি বিমানবন্দর আগরতলায় পুরানো আইএলএস সিস্টেমটি ইতিমধ্যেই নতুন আপগ্রেডেড পদ্ধতির সাথে প্রতিস্থাপন করা হয়েছে। ইতিমধ্যেই তা সম্পন্ন হয়েছে। ২৭ নভেম্বর ২০২৩, তারিখে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার বিমান দ্বারা গ্রাউন্ড ক্যালিব্রেশন এবং এয়ার ক্যালিব্রেশনও সম্পন্ন হয়েছে। ডিজিসিএ-র অনুমোদনের পরই এই ব্যবস্থা চালু করা হবে।
প্রাপ্ত পরিসংখ্যান তুলে ধরে শ্রী দেব জানান, ২০২৩ সালের ডিসেম্বরে আগরতলা থেকে ৪ টি এবং আগরতলামুখী ১৪টি উড়ান বাতিল করা হয়েছে এবং ১ থেকে ১৪ জানুয়ারী ২০২৪ এর মধ্যে আগরতলা বিমানবন্দর থেকে ১৫ টি এবং আগরতলামুখী ১৪টি ফ্লাইটের উড়ান বাতিল করা হয়েছে। এতে একদিকে যেমন যাত্রীদের সমস্যায় পড়তে হয়, তেমনি আর্থিক লোকসানও হয়। তাই, বিষয়টি অগ্রাধিকারের ভিত্তিতে বিবেচনায় এনে, এমবিবি বিমানবন্দরে দ্রুত আইএলএস সিস্টেম কার্যকরী করার লক্ষ্যে ডিজিসিএ-এর অনুমোদনের দাবি জানিয়েছেন সাংসদ।