কলকাতা, ৫ ফেব্রুয়ারি (হি.স.): রেশন দুর্নীতি মামলায় সিবিআইকে দিয়ে তদন্ত করার ব্যাপারে সোমবার হাইকোর্টে আর্জি জানাল ইডি। এদিকে, ১৫ দিনের মধ্যে রাজ্যের হাতে থাকা ছয়টি মামলায় হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে কোর্ট।
রেশন দুর্নীতি ইস্যুতে রাজ্যের আর কোনও থানায় মামলা দায়ের হয়েছে কিনা সেটা জানাতে হবে। পাশাপাশি, পুলিশি তদন্তের উপর স্থগিতাদেশ দেয় আদালত। আগামী ৫ মার্চ এই মামলার পরবর্তী শুনানি।
কলকাতা হাইকোর্ট এদিন নির্দেশ দিয়েছে, আগামী শুনানিতে ছটি মামলার কেস ডাইরি হাজির করতে হবে আদালতে। বিচারপতি জয় সেনগুপ্ত এদিন জানান, রেশন দুর্নীতি তদন্তে প্রয়োজনে নতুন করে তদন্ত হবে। যে তদন্ত গুলি এখনও চলছে সেগুলিতে হাইকোর্টের অনুমতি ছাড়া চার্জশিট দেওয়া যাবে না। উল্লেখ্য, কলকাতার দুটি এবং নদিয়ার ৪ এফআইআর ভিত্তিতে তদন্ত চালাচ্ছে ইডি।
এদিন আদালতে ইডি জানায়, রেশন দুর্নীতি কাণ্ডে মোট ২ হাজার কোটি টাকা দুবাই পাচার হয়েছে সীমান্ত দিয়ে। ইতিমধ্যে রাজ্যের শাসক দলের কয়েকজন প্রভাবশালীকে ইডি গ্রেফতার করেছে। বিচারপতি এদিন জানতে চান, কতগুলি তদন্ত বাকি আছে? মোট ৬ টা এফআইআর হয়েছে। ইডি জানায়, গত বছর ১১ ডিসেম্বর চিঠি লিখে পুলিশের কাছে কোন মামলার কী অবস্থা সেটা জানতে চাওয়া হয়। আমরা নতুন করে তদন্ত চাই সিবিআইকে দিয়ে।