জম্মু ও কাশ্মীরের রামবানে সবজি ও ফলের বাজারে আগুন, পুড়ল অনেকগুলি দোকান

রামবান, ৫ ফেব্রুয়ারি (হি.স.) : জম্মু কাশ্মীরের রামবান জেলায় সবজি ও ফলের বাজারে বিধ্বংসী আগুন লেগে একাধিক দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। সোমবার সকালে একটি দোকান থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয় তারপর আগুন পরপর দোকানে ছড়িয়ে পড়ে। সোমবার পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, রামবান জেলার বানিহাল এলাকার একটি সবজি ও ফলের বাজারে হঠাৎ আগুন লাগে। তিনি জানান, স্থানীয় লোকজন, পুলিশ, দমকল বিভাগ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে অভিযান শুরু করেছে।

পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, বাজারের একটি কিয়স্ক থেকে আগুনের সূত্রপাত হয়। তারপর কিছুক্ষণের মধ্যেই পুরো বাজারকে গ্রাস করে ফেলে। সেজন্য আগুন নেভানো খুব কঠিন হয়ে পড়ে। অগ্নিকাণ্ডে কোনও প্রাণহানি হয়নি তবে প্রচুর দোকানের ক্ষয়ক্ষতি হয়েছে। পরে আগুন নিয়ন্ত্রণে আনা হলেও বিক্রেতাদের ব্যবহৃত কয়েক ডজন টিন ও কাঠের জিনিসপত্র পুড়ে যায়। আগুন লাগার কারণ অনুসন্ধান করতে তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *