নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ ফেব্রুয়ারি: অরুন্ধতীনগরস্হিত কৃষি উপঅধিকর্তার কার্যালয়ে শুরু হল নবনিযুক্ত কৃষি সহায়কদের (এগ্রি অ্যাসিসটেন্ট) নিয়ে ১০ দিন ব্যাপী প্রশিক্ষণ শিবির।
কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের উদ্যোগে ১০ দিন ব্যাপী এই প্রশিক্ষণ শিবিরের সোমবার ছিল উদ্বোধন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দপ্তরের অধিকর্তা শরদিন্দু দাস,অধিকর্তা মার্কেটিং দীপক কুমার দাস, উপ অধিকর্তা উদ্যান বিভাগ শ্রী উত্তম দাস প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত ভাষন রাখেন কৃষি উপঅধিকর্তা ডঃ উত্তম সাহা। অনুষ্ঠানে প্রশিক্ষণের গুরুত্ব নিয়ে আলোচনা করেন কৃষি অধিকর্তা শরদিন্দু দাস।এই দিন দ্বিতীয় পর্বের প্রযুক্তিগত আলোচনায় অংশ নেন সহঅধিকর্তা শ্রী দেবব্রত মজুমদার, সহ অধিকর্তা সুকান্ত দাস, শ্রীকান্ত পাল।
পশ্চিম ত্রিপুরা জেলায় মোট ৯২ জন কৃষি সহায়কের নিযুক্তিকরণ হয়েছে গত ২রা জানুয়ারী। সরকারী উদ্যোগে সংঘটিত এই ধরনের শিবিরে অংশগ্রহণ করতে পেরে নবনিযুক্ত কৃষি সহায়কেরা প্রশিক্ষণ অত্যন্ত উৎসাহিত। প্রশিক্ষণে কৃষি সহায়কেরা বিভিন্ন বিষয়ে মত বিনিময়ের মাধ্যমে নিজেদের প্রশিক্ষণ শিবিরের কাজকে সফল উদ্যোগী হয়েছে।

