নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ৪ ফেব্রুয়ারি: চড়িলাম বিজেপি -র মন্ডল সভাপতির বাড়িতে হানা দিয়ে দুঃসাহসিক চুরিকান্ড সংগঠিত করল চোর। ঘটনাটি ঘটেছে শনিবার গভীররাতে বিশালগড় থানাধীন মধ্য ব্রজপুর এলাকায় চড়িলাম মন্ডল সভাপতি রাজকুমার দেবনাথের বাড়িতে। তিনি তার মাকে নিয়ে হাসপাতালে রয়েছেন কিছুদিন যাবত। সেই সুযোগকেই কাজে লাগিয়ে নগদ অর্থ সহ স্বর্ণালঙ্কার চুরি করে নিয়ে গেছে চোরের দল।
রবিবার সকালে এই ঘটনাটি প্রত্যক্ষ করেছেন এলাকাবাসীরা।
খবর পেয়ে হাসপাতাল থেকে বাড়িতে ছুটে যান মন্ডল সভাপতি। বাড়িতে গিয়ে তিনি দেখতে পান ঘরের যাবতীয় আসবাবপত্র লন্ডভন্ড করে স্বর্ণালঙ্কার, নগদ অর্থ আরো মূল্যবান বিভিন্ন সামগ্রী নিয়ে গেছে চোরের দল। ঘটনার খবর পেয়ে বিশালগড় থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। এই ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য বিরাজ করছে।
2024-02-04