বেআইনিভাবে  যানবাহনে করে গবাদি পশু পরিবহনের অভিযোগে গ্রেপ্তার এক

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ৪ ফেব্রুয়ারি: রাজ্যে বেআইনিভাবে বিভিন্ন যানবাহনে করে গবাদি পশু পরিবহন অব্যাহত রয়েছে। এর বিরুদ্ধে বিভিন্ন সংগঠন ও ব্যক্তি প্রতিবাদী হলেও কঠোর কোন ব্যবস্থা গৃহীত হচ্ছে না। দীর্ঘ বছর ধরে বেআইনিভাবে চলছে গবাদী পশু পরিবহন। সংবিধানের ১৯২ ধারাকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে বেআইনি ভাবেই চলছে পশু পরিবহন ব্যবসা।    

 প্রায় প্রতিদিনই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অবৈধ পদ্ধতিতে অমানবিকভাবে গাড়ি বোঝাই করে গবাদি পশু অর্থাৎ গরু নিয়ে যাওয়া হয় রাজ্যের বর্ডার সংলগ্ন বিভিন্ন এলাকাগুলিতে। সবকিছু জেনেও ধৃতরাষ্ট্রের ভূমিকায় রয়েছে রাজ্য পুলিশ।

শনিবার রাতে গরু বোঝাই   করে  নিয়ে যাওয়ার সময় টিআর ০৩সি ১৬১৪  নম্বরের একটি বোলেরো পিকআপ গাড়ি’কে আটক করে হাওয়াই বাড়ি নাকার পুলিশ কর্মীরা।  পুলিশ তৎক্ষণাৎ হওয়াই বাড়ি নাকা থেকে গরু বোঝাই ওই গাড়িটিকে আটক করে নিয়ে আসে তেলিয়ামুড়া থানায়। অবৈধ উপায়ে গরু নিয়ে যাওয়ার কারণে  ক্যাটেল লিফটিং ধারা সহ অ্যানিমেল অ্যাক্টের একাধিক ধারায় মামলা রুজু করে গাড়ির চালক রহমান মিয়া’কে গ্রেপ্তার করে তেলিয়ামুড়া থানার পুলিশ।

তৎসঙ্গে ১৪ টি গরু সহ ঘটনার সঙ্গে জড়িত গাড়িটিকেও নিজেদের হেফাজতে নিয়ে নেয় তেলিয়ামুড়া থানার পুলিশ।

উল্লেখ্য, কোনো ধরনের গবাদি পশু গাড়ি দিয়ে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়ার সময় গাড়িতে পর্যাপ্ত খাবার এবং পানীয় জল সহ গবাদি পশুগুলির জন্য পর্যাপ্ত জায়গা থাকা আবশ্যিক। যা ২০১৬ সালে ঘটিত ত্রিপুরা পশু উন্নয়ন কমিটির প্রস্তাবনায় রয়েছে।