নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ ফেব্রুয়ারি : ফের নিয়োগের দাবীতে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছেন ফায়ারম্যান ও ড্রাইভার পদের চাকুরিপ্রত্যাশীরা। ২০২২ সালে ফায়ারম্যান পদে ৩০৪ টি এবং ড্রাইভার পদে ২৫ টি শূন্যপদের জন্য শারীরিক ও লিখিত পরীক্ষা নেওয়া হয়েছিল। সেই অনুযায়ী শারীরিক পরীক্ষার ফলাফল প্রকাশ হলেও এখনো লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়নি। পাশাপাশি তাদের নিয়োগের জন্যও কোনো ব্যবস্থা গ্রহণ করছে না সংশ্লিষ্ট দপ্তর। বারবার মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার চেষ্টা করলেও তারা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে ব্যর্থ হচ্ছেন।
রবিবার ফের ত্রিপুরা ফায়ার অ্যান্ড ইমারজেন্সি সার্ভিসে ফায়ারম্যান ও ড্রাইভারের শূন্যপদ অবিলম্বে পুরণ করার দাবীতে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে জড়ো হয়েছেন চাকুরিপ্রার্থীরা। যদিও তারা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে পারেনি। তাদের সেখান থেকে সরিয়ে দিয়েছেন দ্বায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মীরা। তবে প্রায় দেড় বছর সময়েও শূন্যপদ পূরণ না করায় চাকুরিপ্রত্যাশীদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে।