BRAKING NEWS

নিশিগঞ্জে বাজেয়াপ্ত বিপুল পরিমাণ গাঁজা, ধৃত সিভিক ভলান্টিয়ার

নিশিগঞ্জ, ৪ ফেব্রুয়ারি (হি.স.) : : কোচবিহারের নিশিগঞ্জে গাঁজা পাচারের অভিযোগ উঠল সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে। অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারের নাম আনিছুর রহমান। সে দিনহাটা থানায় কর্মরত।

রবিবার গোপন সূত্রে খবর পেয়ে নিশিগঞ্জ ফাঁড়ির ওসি সৌগত দাসের নেতৃত্বে পুলিশ আধিকারিকরা নাকা চেকিং বসায় নিশিগঞ্জে। সেইসময় একটি ছোট গাড়ি আটকাতেই তাতে চালক সহ চারজনকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। খবর পেয়ে নিশিগঞ্জে পৌঁছোয় অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ গড়াই, মাথাভাঙ্গার এসডিপিও সমরেন হালদার, মাথাভাঙা থানার আইসি হেমন্ত শর্মা প্রমুখ। পুলিশ ও মাথাভাঙ্গা ২-এর বিডিও উজ্জ্বল সর্দারের উপস্থিতিতে গাড়ি থেকে প্রায় ২৩ কেজি গাঁজা বাজেয়াপ্ত হয়। পুলিশ চারজনকে গ্রেফতার করে ঘটনার তদন্তে নেমেছে। কোচবিহার জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য জানান, ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস অ্যাক্টের নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে। ধৃতদের সোমবার আদালতে তোলা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *