নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ ফেব্রুয়ারি: কর্তব্যরত অবস্থায় দুর্বৃত্তদের হাতে আক্রান্ত হয়েছেন এক বিএসএফ জওয়ান। গুরুতর আহত অবস্থায় ওই বিএসএফ জওয়ান বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটেছে সিপাহিজলা জেলার সোনামুড়া মহকুমার অন্তর্গত কুলুবাড়ি এলাকায়।
ঘটনার বিবরণে প্রকাশ, ৩ ও ৪ ফেব্রুয়ারি রাতে কুল্লুবাড়ি বিওপি সীমান্তে চোরা কারবারী রুখতে বিএসএফ এর টহলদারী অব্যাহত ছিল। শনিবার গভীররাতে টহলদারীতে থাকা সিটি মোঃ রাহুল আমিন নামে একজন বিএসএফ জওয়ানের উপর একদল দুষ্কৃতী পাথর নিক্ষেপ করে। এতে করে ওই জওয়ান মুখে এবং শরীরে গুরুতর আঘাত পেয়েছেন। আহত বিএসএফ জওয়ানকে ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়া হয়েছে এবং বর্তমানে তাকে জিবি হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং সেখানেই তার চিকিৎসা চলছে। এই বিষয়ে বিএসএফ কর্তৃক সন্দেহভাজন দুষ্কৃতকারীদের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে ।

