কার্গিল, ৪ ফেব্রুয়ারি (হি.স.) : লাদাখের কার্গিলে রবিবার দুপুরে ৩.৮ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলোজি(এনসিএস) রবিবার কম্পনের এই তথ্য জানিয়েছে।
এনসিএস আরও জানিয়েছে, কম্পনটি এদিন দুপুর ২.৪২ নাগাদ অনুভূত হয়। কম্পনের গভীরতা ছিল ১০ কিলোমিটার। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলোজি(এনসিএস) সামাজিক মাধ্যম এক্স-এ পোস্ট করে এই তথ্য জানিয়েছে। যদিও এই কম্পনে ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।