কলিয়াবরে ৩৭ নম্বর জাতীয় সড়কে দুৰ্বৃত্ত হামলায় আহত নবদম্পতি সহ তিন যাত্ৰী

নগাঁও (অসম), ৩ ফেব্রুয়ারি (হি.স.) : নগাঁও জেলার অন্তর্গত কলিয়াবর থানা এলাকার ৩৭ নম্বর চারলেনযুক্ত জাতীয় সড়কে দুর্বৃত্তদের হামলায় আহত হয়েছেন নবদম্পতি সহ তিন জন। ঘটনা গতকাল শুক্রবার মধ্যরাতে সংঘটিত হয়েছে।

জানা গেছে, সদ্যবিবাহিত বর-কনে গুয়াহাটি গিয়েছিলেন দ্বিরাগমনে। দ্বিরাগমনের অনুষ্ঠান শেষ করে এএস ০৫ আর ২৫৫৫ নম্বরের ইনোভা কারে করে সরুপথারে স্বগৃহে যাচ্ছিল বর-কনে সহ পাঁচজনের দল।

কিন্তু কলিয়াবরের মিসা এলাকা পার হওয়ার পর এএস ০২ এএল ৬৬৫৬ নম্বরের একটি বেলেনো গাড়ি বর-কনেবাহী ইনোভা কারের পথ আগলে ধরে। গাড়িটি আচমকা সামনে এসে যাওয়ায় ইনোভা কার নিয়ন্ত্ৰণ হারিয়ে বেলেনোয় সামান্য ধাক্কা মারে। এতে বেলেনোর দুর্বৃত্ত-যাত্রীরা তাদের গাড়ি থেকে লোহার রড নিয়ে বের হয়ে ইনোভায় জোরে জোরে ঘা বসাতে থাকে। ইনোভার যাত্রীরা তাদের বাধা দিতে যান। তখন বেলেনোর দুষ্কৃতীরা ইনোভার যাত্রীদের রড দিয়ে পেটাতে উদ্যত হয়। ইনোভার তিন যাত্রী রুখে দাঁড়ালে তাদের মেরে টেনে-হ্যাঁচড়ে বেলেনোয় তুলে নেওয়ার চেষ্টা করে দুৰ্বৃত্ত দল।

এর ফাঁকে তারা ইনোভার যাত্রীদের মারপিট করে নববধূ ও অন্য মহিলার শরীর থেকে গহনা ছিনিয়ে নিতে যায়। এদিকে চেঁচামেচি শুনে স্থানীয় লোকজন বাড়িঘর থেকে বেরিয়ে আসলে দুৰ্বৃত্তের দলটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

জানা গেছে, আহত তিনজনকে জখলাবন্ধা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু প্ৰাথমিক চিকিৎসা করে উন্নত চিকিৎসার জন্য তাদের তেজপুর মেডিক্যাল কলেজ হাসাপাতালে রেফার করা হয়েছে। প্রসঙ্গত, দুদিন আগে ওই একই এলাকায় রাতে একটি সুপারি বোঝাই বলেরো পিকআপ গাড়ি হাইজ্যাক করেছে দুৰ্বৃত্তের দল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *