নয়াদিল্লি, ৩ ফেব্রুয়ারি (হি.স.) : প্রবীণ বিজেপি নেতা লালকৃষ্ণ আডবাণী পাচ্ছেন ভারতরত্ন। শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ঘোষণা করেছেন। লালকৃষ্ণ আডবাণীকে ভারতরত্ন দেওয়ার ঘোষণায় খুশি কংগ্রেস। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বললেন, আমরা এই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি।
এদিকে, শনিবারই দিল্লিতে ”ন্যায় সংকল্প কর্মী” কনভেনশন থেকে বিজেপির বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন খাড়গে। তিনি বলেছেন, “আমরা ভালোবাসার দোকান খুলেছি, আর তারা ঘৃণার দোকান খুলেছে।” প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও আক্রমণ করেন খাড়গে।