ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২ ফেব্রুয়ারি ।। সাংবাদিকদের সঙ্গে প্রর্দশনী প্রীতি ম্যাচের মধ্য দিয়ে শুরু হলো যুবক সংঘের মাঠে হরলাল স্মৃতি সেভেন এ সাইড ক্রিকেট টুর্নামেন্ট। উদ্যোক্তা ৩৩ নং ওয়ার্ড যুব মোর্চা । প্রর্দশনী প্রীতি এই ক্রিকেট ম্যাচে উদ্যোক্তা ক্রিকেটাররা মুখোমুখি হয় জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাবের। বন্ধুত্বপূর্ণ মেজাজেই হলো ছয় ওভারের ম্যাচটি। উদ্যোক্তা দলের হয়ে খেলেন অভিজিৎ মৌলিক, সমীর লাল সাহা, দেবাশীষ রায়, সুরজিৎ সূত্রধর, অনিকেত দে, রিন্টু রায় ও দেবজিৎ দাস। অপরদিকে সাংবাদিক ক্রিকেটারদের ক্লাব জেআরসি-র হয়ে খেলেন অভিষেক দে, অনির্বাণ দেব, মিল্টন ধর, প্রসেনজিৎ সাহা, অভিষেক দেববর্মা, প্রণব শীল ও বিষ্ণুপদ বণিক। ম্যাচটি দারুন ভাবে উপভোগ করলেন ক্রিকেটার সহ মাঠে উপস্থিত প্রত্যেকেই। এদিকে ম্যাচ শুরুর পূর্বে আয়োজকদের তরফে রাজ্যের অন্যতম বরিষ্ঠ ক্রীড়া সাংবাদিক তথা জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাবের সভাপতি সুপ্রভাত দেবনাথ, সম্পাদক অভিষেক দে সহ জেআরসি-র পুরো টিমকে উত্তরীয় এবং মেমেন্টোতে সম্মাননা জানানো হয়। একে একে প্রত্যেক সাংবাদিকের হাতে স্মারক তুলে দিলেন কর্পোরেটর অভিজিৎ মৌলিক ও সুরজিৎ সূত্রধর সহ ৩৩ নং ওয়ার্ড যুব মোর্চার প্রতিনিধিরা। উল্লেখ্য, এবারকার টুর্নামেন্টে মোট ৬৪ টি দল অংশ গ্রহণ করেছে। চ্যাম্পিয়ন দল পাবে ৫ ফুট উচ্চতা বিশিষ্ট সুদৃশ্য বিশাল ট্রফি। সঙ্গে রয়েছে প্রাইজমানি ১৫ হাজার টাকা। রানার্স দল পাবে চার ফুট উচ্চতা বিশিষ্ট দারুণ সুদৃশ্য ট্রফি। সঙ্গে রয়েছে প্রাইজমানি সাত হাজার টাকা। এছাড়া ম্যান অফ দ্য সিরিজ রয়েছে আকর্ষণীয় পুরস্কার। তিন দিনব্যাপী দিবারাত্রির এই ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী দিনে বেশ ক’টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এই আকর্ষণীয় ক্রিকেট টুর্নামেন্ট ঘিরে ব্যাপক উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়েছে। উদ্বোধনী দিনে আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, যুবক সংঘের প্রেসিডেন্ট দেবাশীষ রায়, জেলা আইটি সেল ইনচার্জ রাজদীপ দেবনাথ প্রমুখ উপস্থিত হয়েছেন। জেআরসি-র পক্ষ থেকে সচিব তথা ক্যাপ্টেন অভিষেক দে টুর্নামেন্টের সাফল্য কামনা করে উদ্যোক্তা সহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।