নদিয়া, ১ ফেব্রুয়ারি (হি.স.): সামনেই লোকসভা নির্বাচন। তার আগে ভিত নড়ে গিয়েছে আইএনডিআই জোটের। হাত ছেড়েছেন নীতীশ কুমার। গ্রেফতার হেমন্ত সোরেন। আর বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে দিয়েছেন এই মুহূর্তে বাংলায় জোটের পথে হাঁটছেন না তাঁরা। যা হবে, ভোটের পরে দেখা যাবে।
নদিয়ার সভা থেকে, চৈতন্যভূমি থেকে মমতা বন্দ্যোপাধ্যায় আবারও বললেন, মনে রাখবেন দিল্লি জয় আমরাই করব। তাঁর দাবি, “আমরা জোট চেয়েছিলাম কংগ্রেস করেনি’’।
তিনি বলেন, ‘ বাংলায় মা-মাটি-মানুষ একাই একশো। আমি আপনাদের সাথে আছি। আপনারা যদি আমাদের সাথে থাকেন, আমি কথা দিচ্ছি বাংলা থেকে জিতে দিল্লি আমরা দখল করবই। কোন পলিসিতে করব, কী করে করব। নির্বাচনের পর আঞ্চলিক দলগুলোকে এক সাথে নিয়ে আমরা সবাই মিলে করব।’
আগেও তিনি বলেছিলেন, বাংলাই পথ দেখাবে। আবারও বললেন, বাংলাই পথ দেখাবে। তিনি বলেন, ‘বাংলায় আমরা একাই লড়ব। তার কারণ আমরা জোট চেয়েছিলাম কংগ্রেস করেনি। সিপিএম কংগ্রেসের জোট হয়েছে বিজেপিকে সাহায্য় করার জন্য। আমি সিপিএম করি না, আমি বিজেপি করি না, আমি মা-মাটি-মানুষ করি।’