আয়কর কাঠামো একই রেখে একাধিক ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রীর

নয়াদিল্লী, ১ ফেব্রুয়ারী: আয়কর কাঠামো একই রেখে একাধিক ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রীর। আজ কেন্দ্রের অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ।

আয়কর কাঠামোয় কোনও বদল হল না দ্বিতীয় মোদী সরকারের শেষ বাজেটে। নির্মলা সীতারমণ কথায়, ভোটের বছর বলেই এ বিষয়ে কোনও সিদ্ধান্ত ঘোষণা করা হল না। যদিও এর আগে ২০১৯ সালে লোকসভা ভোটের আগে অন্তর্বর্তী বাজেটে বেড়েছিল আয়কর ছাড়ের উর্ধ্বসীমা। আগামী মার্চ মাস পর্যন্ত যে কর কাঠামো বহাল রয়েছে, পরবর্তী বাজেট পর্যন্ত তার সময়সীমা বাড়ানো হল।

এদিন তিনি ঘোষণা করেছেন, পুরনো কর কাঠামোয় ২ লক্ষ ৫০ টাকা আয়ের উপর থেকে সর্বনিম্ন হারে আয়কর প্রযোজ্য হয়। অন্তর্বর্তী বাজেটে তা ৫০,০০০ টাকা বাড়িয়ে ৩ লক্ষ করা হতে পারে বলে জল্পনা ছিল। এর ফলে বছরে ১২৫০ টাকা সাশ্রয় হবে। ৫.৫ লক্ষ টাকা পর্যন্ত আয়ে কর দিতে হবে না। একই সঙ্গে পুরনো এবং নতুন, দুই কর কাঠামোতেই ‘স্ট্যান্ডার্ড ডিডাকশন’-এর পরিমাণ ৫০,০০০ টাকা থেকে বাড়িয়ে ৬০,০০০ টাকা করা হতে পারে বলেও সরকারি সূত্রে ‘খবর’ মিলেছিল। কিন্তু তা হল না।

বাজেট বক্তৃতায় নির্মলা ঘোষণা করেছেন, গ্রামীণ মহিলাদের ক্ষমতায়নের প্রকল্প ‘লাখপতি দিদি’কে আরও প্রসারিত করার পরিকল্পনা করেছে কেন্দ্র। নির্মলা জানিয়েছেন, এতদিন ‘লাখপতি দিদি’ প্রকল্পের লক্ষ্যমাত্রা ছিল ২ কোটি মহিলার অর্থনৈতিক ক্ষমতায়ন। সেই মাত্রা আগামী দিনে বাড়িয়ে ৩ কোটি করা হচ্ছে।

তাঁর ঘোষণা, মধ্যবিত্তরা বেড়াতে ভালবাসেন। তাই দেশের সমস্ত রাজ্যকে বৈগ্রহিক পর্যটন ক্ষেত্র তৈরি করার বিষয়ে উৎসাহিত করা হবে। তাঁর কথায়, এখন সাত লাখ টাকা পর্যন্ত কোনও আয়কর দিতে হয় না। খুচরো বিক্রেতাদের আয়করের উর্ধ্বসীমা ২ কোটি থেকে ৩ কোটি হয়েছে। কর্পোরেট কর ৩০ শতাংশ থেকে কমে ২২ শতাংশ হয়েছে। বিমানবন্দরগুলির প্রসার ঘটানো হবেদেশের সমস্ত বিমানবন্দরের প্রসার ঘটানো হবে। ১০০০ নতুন বিমানের বরাতও দিয়েছে ভারতীয় বিমান পরিবহণ সংস্থাগুলি। নতুন মেডিক্যাল কলেজের ঘোষণা দেশে অনেক নতুন মেডিক্যাল কলেজ তৈরি করা হবে।

এদিন ঘোষণা করেছেন তিনি, বিদেশি বিনিয়োগ অনেক বেড়েছে। আমরা এর জন্য বিদেশি বন্ধুদের সুবিধা দিচ্ছি। আমরা বিকশিত ভারতের কথা ভাবছি। ৭৫ হাজার কোটি টাকা ঋণ দেওয়া হবে যাতে মাইলস্টোনগুলি টপকানো যায়। আমাদের এখানে দ্রুত জনসংখ্যা বৃদ্ধি হচ্ছে তার মোকাবিলায় রাজ্যগুলিকে সাহায্য করা হবে।

এদিন তিনি জোর গলায় বলেন,ধর্মীয় পর্যটনে জোর দেবে কেন্দ্র। রাজ্যে রাজ্যে পর্যটন স্থানগুলির উন্নয়ন চাই। দরকারে দীর্ঘমেয়াদি ঋণ দেওয়া হবে। লক্ষদ্বীপ-সহ দেশের সর্বত্র পর্যটন সুবিধা বৃদ্ধির বিষয়ে বিশেষ উদ্যোগ। রেলের ৪০ হাজার সাধারণ বগি বন্দে ভারত এক্সপ্রেসের মতো করা হবে বলে ঘোষণা করেছেন। এখন আমাদের ১৪৯টি বিমানবন্দর রয়েছে। একাধিক ভারতীয় সংস্থা এক হাজারেরও বেশি বিমানের অর্ডার দিয়েছে। আগামী দিনে আরও সস্তা হবে বিমান সফর। গোটা দেশের মেট্রো রেলের উন্নয়ন করা হবে।

তিনটি বড় রেলওয়ে করিডরের ঘোষণা করেছেন তিনি। তিনটি রেলওয়ে করিডর তৈরি হবে। শক্তি, খনিজ এবং সিমেন্ট করিডর হবে। এ ছাড়া বন্দরের সঙ্গে যোগাযোগের করিডর এবং ট্রাফিক ডেনসিটি করিডর তৈরি হবে। প্রধানমন্ত্রী আবাস যোজনায় আরও বাড়ি প্রধানমন্ত্রী আবাস যোজনায় ইতিমধ্যেই ৩ কোটি বাড়ি দেওয়া হয়েছে আরও ২ কোটি বাড়ি দেওয়ার লক্ষ্য রয়েছে। মৎস্যসম্পদ যোজনা অনেক উপকার দিয়েছে। আগামী দিনে উৎপাদন আরও বাড়বে। যাঁরা দুগ্ধজাত সামগ্রী উৎপাদন করেন, তাঁদের জন্য আমরা বিশেষ ব্যবস্থা নিচ্ছি। কী ভাবে উৎপাদন বৃদ্ধি করা যায় সেটা দেখা হবে। আমাদের দেশে সবচেয়ে বেশি দুধ পাওয়া যায় কিন্তু উৎপাদনশীলতা কম। সে দিকে নজর দেওয়া হবে বলেন তিনি।

এদিন তিনি ঘোষণা করেন, প্রধানমন্ত্রী কৃষি যোজনা ১০ লাখ কর্মসংস্থান তৈরি করেছে।আশাকর্মীদের জন্য ঘোষণা সব আশাকর্মীর জন্য আয়ুষ্মান ভারত প্রকল্প। সার্ভাইকাল ক্যানসারের টিকা সার্ভাইকাল ক্যানসারের টিকা দেওয়া হবে ৯ থেকে ১৪ বছরের মেয়েদের বলে জানান তিনি। তাছাড়া, সৌরশক্তির সুবিধা ১ কোটি বাড়িকে বাড়ির ছাদে সৌরপ্যানেল লাগানোর ব্যবস্থা করবে কেন্দ্র। প্রতি মাসে ১ কোটি পরিবারকে ৩০০ ইউনিট বিদ্যুৎ বিনামূল্যে দেওয়া হবে।

এদিন তিনি আরও ঘোষণা করেন, দেশের পূর্বাঞ্চলকে বৃদ্ধির আওতায় আনতে চাই। পূর্বাঞ্চলের দিকে বিশেষ নজর দেওয়া হবে। আবাস যোজনায় তিন কোটি বাড়ি তৈরি হয়েছে। আর দু’কোটি বাড়ি তৈরি হবে আগামী পাঁচ বছরে। এক কোটি বাড়ির ছাদে সৌরশক্তি প্রকল্প বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অযোধ্যার রামমন্দির উদ্বোধনের পবিত্র দিনে এই ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *