নয়াদিল্লি, ১ ফেব্রুয়ারি (হি.স.) : বাড়ল গ্যাসের দাম। ১ ফেব্রুয়ারি ওয়েল মার্কেটিং সংস্থাগুলির তরফে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বৃদ্ধির ঘোষণা করা হল। ১৯ কেজির এলপিজি সিলিন্ডারের দাম সিলিন্ডার পিছু ১৪ টাকা করে দাম বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার থেকেই নতুন দাম কার্যকর হবে।
প্রতি মাসেরই শুরুতে ওয়েল মার্কেটিং সংস্থাগুলি বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দাম বিচার করে। আন্তর্জাতিক বাজারে তেলের দামের ওঠানামার সঙ্গে সঙ্গেই দেশীয় বাজারেও পেট্রোলিয়াম পণ্যের দাম কমানো বা বাড়ানো হয়। এদিন ওয়েল মার্কেটিং সংস্থাগুলির তরফে ঘোষণা করা হয়, ১৯ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ১৪ টাকা বাড়ানো হচ্ছে। এবার থেকে ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডার কিনতে খরচ হবে ১৭৫৫ টাকা ৫০ পয়সা। আগে খরচ হত ১৭৬৯ টাকা ৫০ পয়সা। তবে ব্যহারের জন্য ১৪ কেজির সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন হয়নি। প্রসঙ্গত, গৃহস্থের বাড়িতে ১৪ কেজির এলপিজি সিলিন্ডার ব্যবহার করা হয়। ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডার ব্যবহার হয় হোটেল-রেস্তোরাঁয়।