নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ ফেব্রুয়ারি : ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। লোকসভা নির্বাচনের আগে এই কমিটি যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। এই কমিটিতে রয়েছেন প্রদেশ বিজেপির সকল গুরুত্বপূর্ণ সদস্যরা।
কমিটিতে রয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, সাংসদ বিপ্লব কুমার দেব, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক, প্রাক্তন উপমুখ্যমন্ত্রী জীষ্ণু দেববর্মা, সাংসদ রেবতী ত্রিপুরা, মন্ত্রী রতনলাল নাথ, মন্ত্রী সুশান্ত চৌধুরী, প্রনজিত সিংহ সহ মোট ৫৯ জন সদস্য।
এছাড়াও আমন্ত্রিত সদস্যদের মধ্যে রয়েছেন আরও ১৪ জন। দলের প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য এদিন সামাজিক মাধ্যমে নবনিযুক্ত সকল সদস্যদের অভিনন্দন জানিয়েছেন।