ইটানগর, ১ ফেব্রুয়ারি (হি.স.) : আগামী ৮ ফেব্রুয়ারি শুরু হচ্ছে অরুণাচল প্রদেশ বিধানসভার বাজেট অধিবেশন। দুদিনের বাজেট অধিবেশনের প্রথম দিন রাজ্যপাল লেফটেন্যান্ট জেনারেল কেটি পারনায়েক সদনে ভাষণ দেবেন।
বিধানসভা সচিবালয় সূত্রে জানা গেছে, বাজেট অধিবেশনের পরের দিন উপ-মুখ্যমন্ত্রী তথা রাজ্যের অর্থমন্ত্রী চৌনা মেইন ভোট অন অ্যাকাউন্ট উপস্থাপন করবেন। চৌনা মেইন রাজ্যের অর্থ এবং পরিকল্পনা দফতরের মন্ত্রী। চলতি বছর রাজ্য বিধানসভা এবং লোকসভা নির্বাচনের আগে ৯ ফেব্রুয়ারি অন্তর্বর্তী বাজেট পেশ করবেন চৌনা মেইন। এছাড়া দু-দিনের অধিবেশনে আরও কয়েকটি বিল পেশের সম্ভাবনা রয়েছে, জানিয়েছে বিধানসভা সচিবালয়।