ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩১ জানুয়ারি।। ধাক্কা সামলে ঘুরে দাঁড়াতে প্রস্তুত ত্রিপুরা। ওই অবস্থায় বৃহস্পতিবার কর্ণাটকের মুখোমুখি হচ্ছে ত্রিপুরা। অনূর্ধ্ব-২৩ মহিলাদের একদিবসীয় ক্রিকেটে। পশ্চিমবঙ্গের বারাসাত মাঠে হবে ম্যাচটি। দুদলই আপাতত ৩ টি করে ম্যাচ খেলে ২ টি করে ম্যাচে জয় পেয়েছে। ফলে শক্তির বিচারে দুদলই প্রায় সমান জায়গায়। দুদলই চাইছে বৃহস্পতিবার জয় পেয়ে এগিয়ে যেতে। বুধবার ত্রিপুরার ক্রিকেটারদের বিশ্রাম দেওয়া হয়। টানা ম্যাচ খেলে ক্লান্ত ক্রিকেটাররা এদিন বিশ্রাম পেয়ে খুশি। সকলেই চাইছে অন্ধ্রপ্রদেশ ম্যাচের ব্যর্থতা ভুলে ঘুরে দাড়াতে। কর্ণাটকের বিরুদ্ধে টসে জয়লাভ করলে ত্রিপুরা প্রথমে ব্যাটিং নেবে এমনই পরিকল্পনা নেওয়া হয়েছে। তবে আজ সকালে উইকেট দেখেই যাবতীয় সিদ্ধান্ত নেবে দল বলে টিম ম্যানেজমেন্ট সূত্রে খবর। তবে কোচ থেকে দলের প্রতিটি ক্রিকেটার কর্ণাটক জয় করা নিয়ে যথেষ্ট আশাবাদী। এর জন্য ব্যাটসম্যানদের গুরু দায়িত্ব নিতে হবে তা ভালো করেই জানেন সকলে। তাই এদিন অনুশীলন না হলেও ব্যাটসম্যানদের নিয়ে আলাদাভাবে দীর্ঘক্ষণ কথা বলেন দুই কোচ সন্দীপ দাহাদ এবং দেবব্রত চৌধুরি।