দুই বাড়িতে বোমা নিক্ষেপ, আতঙ্ক 

আগরতলা, ৩১ জানুয়ারি: গভীর রাতে দুই বাড়িতে বোমা নিক্ষেপ করেছে দুষ্কৃতিকারীরা। এই ঘটনায় হতাহতের ঘটনা না ঘটলেও বামুটিয়ার কালিবাজার এলাকায় আতঙ্ক ছড়িয়েছিল। ওই ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

গতকাল রাতে বামুটিয়া পুলিশ ফাঁড়ির অন্তর্গত কালিবাজার এলাকার সহদেব সরকার ও কল্পনা বিশ্বাস বাড়িতে কয়েক মিনিটের মধ্যে পরপর দুটি বোমা নিক্ষেপ করা হয়েছে। সাথে সাথে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছে বামুটিয়া ফাঁড়ির পুলিশ। 

বাড়ির মালিক কল্পনা বিশ্বাস জানিয়েছেন,গতকাল বাড়ির সবাই রাতের খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়েছিল। হঠাৎ বাড়িতে বিকট শব্দ শুনতে পেয়ে ঘর থেকে বেরিয়ে আসে পরিবারের সদ্যসরা। তাঁরা ঘর থেকে বেরিয়ে এসে উঠানে বোমা নিক্ষেপের বিষয়টি দেখতে পেয়েছেন।