রাষ্ট্রীয় হিন্দু সংগঠন ঊনকোটি জেলা কমিটির পক্ষ থেকে ঊনকোটি জেলার জেলাশাসকের নিকট ডেপুটেশন প্রদান

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ৩১ জানুয়ারি: রাষ্ট্রীয় হিন্দু সংগঠন ঊনকোটি জেলা কমিটির পক্ষ থেকে ঊনকোটি জেলার জেলাশাসকের কাছে একটি ডেপুটেশন প্রদান করা হয়েছে আজ।

 গত ২৫ জানুয়ারি শৈবতীর্থ ঊনকোটিতে খোয়াই থেকে একদল পর্যটক বেড়াতে এসেছিল। সেখানে শৈবতীর্থ ঊনকোটির সীতাকুন্ডুতে স্নান করতে নেমেছিল খোয়াইয়ের বাসিন্দা লিটন শীলের ১০ বছরের নাবালক ছেলে সায়নদীপ শীল।

অভিযোগ তখন শৈবতীর্থ ঊনকোটিতে থাকা এক নিরাপত্তাকর্মী যার নাম আনসার আলী,পিতার নাম রমজান আলী, বাড়ি বাঘাছড়া এলাকায়। আনসার আলী দশ বছরের সেই নাবালক সায়নদ্বীপ শীলকে প্রহার করে। তারপর সায়নদ্বীপ শীল অজ্ঞান হয়ে সীতাকুণ্ডর মধ্যে পড়ে যায়।

প্রায় সে ১০ ফুট গভীরে তলিয়ে যায় তখন। তার পরিবারের লোকেরা ঘটনাটি প্রত্যক্ষ করতে পেরে তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে । কৈলাসহর ঊনকোটি জেলা হাসপাতালে নিয়ে যায়।

 তার মাথায় এবং পায়ে গুরুতরভাবে আঘাত লাগে। তার মাথায় ১৩টি সেলাই লাগে। ঐদিন ঐ নাবালকের পিতা লিটন শীল কৈলাসহর থানায় আনসার আলীর বিরুদ্ধে একটি লিখিত আকারে অভিযোগ দায়ের করে।

 পুলিশ অভিযোগ মূলে তাকে ঐ দিনই গ্রেফতার করে। পরের দিন তাকে কৈলাসহর দায়রা আদালতে প্রেরণ করে। উক্ত বিষয় নিয়ে আজ রাষ্ট্রীয় হিন্দু সংগঠন ঊনকোটি জেলা কমিটির পক্ষ থেকে আনসার আলীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে উনকোটি জেলার শাসক রাজীব দত্তের কাছে একটি ডেপুটেশন প্রদান করে।

 রাষ্ট্রীয় হিন্দুর সংগঠন ঊনকোটি জেলা কমিটির দাবি হল যে ঊনকোটি জেলায় যতগুলি হিন্দু ধর্মীয় স্থান রয়েছে, সেইসব স্থানগুলিতে যাতে হিন্দু ধর্ম ছাড়া অন্য কোন ধর্মের নিরাপত্তা কর্মী না রাখে। এটাই উনারা জেলাশাসকের কাছে দাবি করেন। ঊনকোটি জেলার জেলাশাসক রাজীব দত্ত উনাদের দাবি গুলির সাথে সহমত পোষণ করেন। পাশাপাশি উনি বিষয়টি দেখবেন বলেও উনাদেরকে আশ্বাস দেন বলে জানা গেছে। উক্ত বিষয় নিয়ে অচিরেই রাষ্ট্রীয় হিন্দু সংগঠন ঊনকোটি জেলা কমিটি জেলা পুলিশ সুপারের কাছে দ্বারস্ত হবেন বলেও জানান।

 আজকের এই ডেপুটেশনে নেতৃত্ব দেন রাষ্ট্রীয় হিন্দুর সংগঠনের ঊনকোটি জেলা কমিটির সভাপতি শ্যামল সরকার।, রাষ্ট্রীয় হিন্দু সংগঠনের ঊনকোটি জেলা কমিটির সাধারণ সম্পাদক সুবল দাস ।থেকে শুরু করে আরও অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *