নতুন সংসদ ভবনে ”শ্রেষ্ঠ ভারত”-এর সুবাস রয়েছে : রাষ্ট্রপতি মুর্মু

নয়াদিল্লি, ৩১ জানুয়ারি (হি.স.): নতুন সংসদ ভবনে সুবাস রয়েছে ”শ্রেষ্ঠ ভারত”-এর। বললেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। রাষ্ট্রপতি বলেছেন, “নতুন সংসদ ভবনে এটাই আমার প্রথম বক্তৃতা। অমৃত কালের সূচনাতেই তৈরি হয়েছে এই জমকালো ভবন। এতে ”এক ভারত, শ্রেষ্ঠ ভারত”-এর সুবাস রয়েছে…এতে গণতান্ত্রিক ও সংসদীয় ঐতিহ্যকে সম্মান করার সংকল্পও রয়েছে। এর পাশাপাশি একবিংশ শতাব্দীর নতুন ভারতের নতুন ঐতিহ্য গড়ে তোলার সংকল্পও রয়েছে। আমি নিশ্চিত, এই নতুন ভবনে নীতির বিষয়ে অর্থপূর্ণ আলোচনা হবে।”
বুধবার সংসদের বাজেট অধিবেশন শুরু হওয়ার প্রাক্কালে সংসদের উভয়কক্ষের যৌথ অধিবেশনে ভাষণ দেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। রাষ্ট্রপতি বলেছেন, “গত বছরটি ভারতের জন্য সাফল্যে ভরপুর ছিল। অনেক সাফল্য ছিল – ভারত দ্রুত ক্রমবর্ধনশীল অর্থনীতিতে পরিণত হয়েছিল। চাঁদের দক্ষিণ মেরুতে পৌঁছনো প্রথম দেশ হয়ে ওঠে ভারত। ভারত আয়োজিত সফল জি-২০ শীর্ষ সম্মেলন বিশ্বে ভারতের ভূমিকাকে শক্তিশালী করেছে। এশিয়ান গেমসে ভারত ১০০টিরও বেশি পদক জিতেছে। ভারতও অটল টানেলও পেয়েছে।”
রাষ্ট্রপতি আরও বলেছেন, “আমরা এখন যে অর্জন ও প্রাপ্তি দেখতে পাচ্ছি তা হল গত ১০ বছরের অনুশীলনের সম্প্রসারণ। ”গরীবি হটাও” স্লোগান আমরা ছোটবেলা থেকেই শুনেছি। এখন আমাদের জীবনে প্রথমবারের মতো, আমরা বড় পরিসরে দারিদ্র্য বিমোচন হতে দেখছি।”