জাতীয় সুরক্ষা দিবস উদযাপন ধর্মনগরে

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ৩১ জানুয়ারি: রাজ্য তথা দেশে প্রতিনিয়ত দুর্ঘটনা বেড়ে চলেছে। তা থেকে মানুষকে সচেতন করতে ১৫ জানুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত একমাস ব্যাপী দেশের নানা স্থানে জাতীয় সড়ক সুরক্ষা নিয়ে বিভিন্ন ধরনের আলোচনা ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

এর অঙ্গ হিসাবে বুধবার ধর্মনগরের অর্ধেন্দু ভট্টাচার্য স্মৃতিভবনে জাতীয় সুরক্ষা দিবস উদযাপন করা হয়। এই অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা পরিষদের সভাধিপতি ভবতোষ দাস, উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী হিসেবে বাগবাসা বিধানসভা কেন্দ্রের বিধায়ক যাদব লাল দেবনাথ, সভাপতিত্ব করেন ধর্মনগরের পুরো পরিষদের ভাইস চেয়ারম্যান মঞ্জু নাথ, এছাড়া উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক বিপ্লব দাস অতিরিক্ত পুলিশ সুপার জেরেমি ডায়লং, জেলা পরিবহন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত অফিসার মনোজ দেববর্মা,জেলা এডুকেশন অফিসার সুখময় নাথ সহ বিভিন্ন যানবাহন চালকদের সংগঠনের নেতা-নেত্রীবৃন্দ।

সীমা ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে অতিথিদের বরণ করে নেওয়া হয়। উদ্বোধক ভবতোষ দাস বলেন ট্রাফিকরা মানুষের নিরাপত্তার জন্য যে আইন প্রণয়ন করে তা কিছুটা কাজে লাগাচ্ছে কিছুটা কাজে লাগানো হয় না। সবাইকে সড়ক নিরাপত্তার বিষয়ে সতর্ক থাকার উপদেশ দেন।