নয়াদিল্লি, ৩১ জানুয়ারি (হি.স.) : বিরোধীদের আইএনডিআই জোটের তীব্র সমালোচনা করলেন বিজেপির জাতীয় মুখপাত্র গৌরব ভাটিয়া। বুধবার দিল্লিতে বিজেপির সদর দফতরে এক সাংবাদিক সম্মেলনে গৌরব ভাটিয়া বলেছেন, ভারতে এখন দু’টি ভিন্ন মতাদর্শের মধ্যে দ্বন্দ্ব চলছে। একদিকে, কেন্দ্রীয় সরকারের (বিজেপি) সর্বোচ্চ লক্ষ্য এই দেশকে দুর্নীতিমুক্ত করা। অন্যদিকে, ক্যাগ-এর রিপোর্টে দেখা যাচ্ছে আইএনডিআই জোটের প্রতিটি দলই ভারতের জনগণ এবং ভারতের শক্তিশালী গণতন্ত্রের বিরুদ্ধে কাজ করছে।
গৌরব ভাটিয়া আরও বলেছেন, “আইএনডিআই জোটের বাস্তবতা বেরিয়ে আসছে। এটা এমন নেতাদের জোট যাদের ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষা আছে কিন্তু দেশের জনগণকে দেওয়ার মতো কিছুই নেই।” পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এদিন তীব্র সমালোচনা করেছেন গৌরব ভাটিয়া।