শিলিগুড়ি, ৩১ জানুয়ারি (হি.স.) : আবারও শিলিগুড়ি-জলপাইগুড়ি জাতীয় সড়কের দশদরগা মোড়ে দুর্ঘটনা। তেলের ট্যাংকারের সঙ্গে একটি ছোটো চার চাকার গাড়ির সংঘর্ষে চাঞ্চল্য এলাকায়। তবে অল্পের জন্য রক্ষা পেয়েছেন সবাই। হতাহতের খবর নেই।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার আনুমানিক সাড়ে দশটা নাগাদ এই দুর্ঘটনাটি ঘটেছে দশদরগায়। জলপাইগুড়ি থেকে শিলিগুড়ি একই অভিমুখে ছোটো অল্ট্রো গাড়িটি ও তেলের ট্যাংকার গাড়িটি যাচ্ছিল। কিন্তু আচমকাই দশদরগা মোড়ে তেলের ট্যাংকারটি ওভারটেক করতে গিয়েই বিপত্তি ঘটে। নিয়ন্ত্রণ হারিয়ে তেলের ট্যাংকারের সামনে অল্টো গাড়িটি চলে আসে। যার ফলে এই দুর্ঘটনাটি ঘটে।
ঘটনাস্থলে আসেন জলপাইগুড়ি কোতয়ালি থানার পুলিশ। দুটো গাড়ি আটক করে থানায় নিয়ে যায়। অন্যদিকে জানা গেছে ওই অল্টো গাড়িতে চার জন ছিল। বতর্মানে তারা সুস্থ রয়েছে। কোনো হতাহতের খবর পাওয়া যায় নি। তবে অল্টো গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
2024-01-31