কারাগারের গাড়ির ধাক্কায় দূর্ঘটনাগ্রস্থ ই -রিক্সা, আহত তিন

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ৩১ জানুয়ারি: কারাগারের গাড়ির ধাক্কায় আহত ই – রিক্সায় থাকা তিনজন। ঘটনাটি ঘটেছে ধর্মনগরের দেওয়ান পাশা গ্রাম পঞ্চায়েতের এলাকার ধর্মনগর কৈলাসহর রাস্তা। এতে ক্ষুব্ধ জনতা পরবর্তীতে রাস্তা অবরোধ করে। যদিও পুলিশি হস্তক্ষেপে পরবর্তীতে পরিস্থিতি শান্ত জয়ম

 ঘটনায় জানা যায়,  টিআর০৫-ই আর-২২৯৪ নম্বরের একটি ই -রিক্সা ধর্মনগরের দেওয়ান পাশা গ্রাম পঞ্চায়েতের এলাকার ধর্মনগর কৈলাসহর রাস্তা দিয়ে যাচ্ছিল। তখনই ধর্মনগরের কারাগারের গাড়িটি একই পথে কালিকাপুর কারাগারে যাচ্ছিল। তখন একই দিকে যাওয়া ই-রিক্সাকে পেছন দিক থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয় বলে এলাকাবাসীরা জানায়। শুধুমাত্র ধাক্কা দিয়ে রাস্তার পাশে ফেলে দেয়নি দ্রুতগতিতে গাড়িটি চলে যায়।

তার জেরেই ক্ষুব্ধ জনতা  ধর্মনগর কৈলাসহর রাস্তা অবরোধ করে। ই- রিক্সাটি পড়ে থাকলেও সাধারণ মানুষ ই-রিক্সা চালক সহ দুজনকে উদ্ধার করে উত্তর জেলা হাসপাতালে নিয়ে যায়। দুর্ঘটনার সময় ওই  ই – রিক্সায় ছিলেন চালক অশোক ভট্টাচার্য, বাড়ি শ্রীপুর গ্রাম পঞ্চায়েতের ২ নং ওয়ার্ড, যাত্রী সঞ্জু রানী নাথ( ৪২ ), বাড়ি পূর্বহাফলং ওয়ার্ড নাম্বার ৪ এবং বানু বালা নাথ(৫০), বাড়ি পূর্ব হাফলং ওয়ার্ড নাম্বার ৩। বর্তমানে হাসপাতালে  তাদের চিকিৎসা চলছে।

এদিকে রাস্তা অবরুদ্ধ অবস্থায় কারাগারের গাড়িটি পুনরায় আসলে সাধারণ মানুষ গাড়িটিকে আটক করে ধর্মনগর থানায় খবর দেয়। ধর্মনগর থানা থেকে পুলিশ বাহিনী গিয়ে গাড়িটিকে ছুটিয়ে এবং ইহ রিক্সাটিকে রাস্তার পাশে ড্রেন থেকে তুলে ধর্মনগর থানায় নিয়ে আসে। ঘটনার তদন্তে পুলিশ।