নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার, ৩১ জানুয়ারি: বিভিন্ন অপরাধমূলক কাজ কঠোর হাতে দমন করছে দেবদারু ফাঁড়ী থানার পুলিশ। দেবদারু ফাঁড়ী থানার ওসি বকুল রিয়াং এর নেতৃত্বে প্রতিনিয়ত নানান অভিযান চালানো হয় এদিন। এর মূল লক্ষ্য এলাকার লোকজনেরা যাতে করে ভালোভাবে থাকতে পারে।
কোনোপ্রকার অপরাধমূলক কাজের অভিযোগ আসলেই দ্রুততার সহিত পদক্ষেপ গ্রহন করে ওসি বকুল রিয়াং। এরইমধ্যে দেবদারু এলায় মদ্যপান করে এলাকার শান্তি শৃঙ্খলা ভঙ্গ করার দায়ে, মোটর ভিহিক্যাল এক্ট অমান্য করা ও মদ্যপান করে গাড়ী চালানোর জন্য চারজনকে গ্রেপ্তার করেছে দেবদারু থানার পুলিশ। চারজনের বিরুদ্ধে হাতে একটি মামলা নিলো দেবদারু ফাঁড়ী থানার পুলিশ। জানাযায় দেবদারু ফাঁড়ী থানার এইধরনের অভিযান প্রতিনিয়ত জারি থাকবে।