মালদা, ৩১ জানুয়ারি (হি.স.): মালদার প্রশাসনিক সভা থেকে ফের একলা চলার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার সভামঞ্চ থেকেই সরাসরি কংগ্রেসকে নিশানা করলেন তিনি। মমতার কথায়, ‘মালদায় পরপর দুটো আসনে ওরা জিতেছে। ভোটে জিতে আপনাদের জন্য কী করেছে কংগ্রেস? বিজেপির হাত শক্তিশালী করার জন্য লড়বে কংগ্রেস। বিজেপির বিরুদ্ধে একমাত্র তৃণমূলই লড়ছে।’
তৃণমূল নেত্রীর কটাক্ষ, ‘অনেক দল আছে যারা ভোট এলেই কোকিলের মতো ডাকে। শুধু তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অপপ্রচারের জন্য এরা আছে। বিজেপির বিরুদ্ধে আমাদের লড়াই চলবে। আমরাই বিজেপির বিরোধিতা করতে পারি।’ তিনি বলেন, ‘মালদায় কংগ্রেস লোকসভার আসনে জিতে কী করেছে? আমরাও এখানে লড়ব। বিজেপি, সিপিএমকে সুবিধা করে দিতে লড়ছে কংগ্রেস।’
কংগ্রেসের পাশাপাশি এদিন কেন্দ্রের বিজেপি সরকারকেও একহাত নেন মমতা। বলেন, ‘সবার ব্যাংকে ১৫ লক্ষ টাকা দেবে বলেছিল, দিয়েছে?’ মমতা হুংকার, দিল্লির বিজেপি নেতারা বলেন, জল ধরো, জল ভরো তাঁদের কর্মসূচি। চার ভাগের তিন ভাগ টাকা আমরা দিই।’
2024-01-31

