উত্তরবঙ্গে তপশিলিদের শংসাপত্র জালিয়াতির অভিযোগে প্রতিবাদ বিজেপির

কোচবিহার, ৩১ জানুয়ারি (হি. স.) : উত্তরবঙ্গজুড়ে তপশিলিদের উপর বঞ্চনা হচ্ছে, তপশিলি জাতিভুক্ত মানুষের শংসাপত্র নিয়েও জালিয়াতি হচ্ছে, বেছে বেছে তপশিলি মানুষের উপর আক্রমণ হচ্ছে। এ সমস্ত কিছুর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে কোচবিহার জেলা শাসকের দফতরে বিক্ষোভ দেখালো বিজেপির তপশিলি মোর্চার সদস্যরা। বুধবার এই অভিযানকে ঘিরে ব্যাপক পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করা হয় জেলা শাসকের দফতরে।

বিজেপি বিধায়ক মালতি রাভা, বিজেপির তপশিলি মোর্চার জেলা সভাপতি হরিহর দাস সহ অন্যান্যরা জেলা শাসককে ৯ দফা দাবিতে স্মারকলিপি দেয়। যদিও জেলা শাসক বা অতিরিক্ত জেলাশাসক কেউ এই স্মারকলিপি নেওয়ার জন্য দফতরে ছিলেন না। দফতর থেকে শুধুমাত্র স্মারকলিপি রিসিভ করা হয়েছে বলে বিজেপির তপশিলি মোর্চার অভিযোগ। বিষয়টি নিয়ে ক্ষোভ জানায় এই সংগঠন।