আগরতলা, ৩১ জানুয়ারি: জাতীয় শিক্ষানীতি বাতিলের দাবিতে আগামী ৩ ফেব্রুয়ারী দিল্লীতে অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটির উদ্যোগে সর্বভারতীয় শিক্ষা সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে। আজ রাজধানীর উজ্জয়ন্ত প্রাসাদের সম্মুখে বিক্ষোভ কর্মসূচিতে একথা বলে সংগঠনের ত্রিপুরা রাজ্য কমিটির সহ সেবক হর কিশোর ভৌমিক।
সংগঠনের অভিযোগ, নতুন শিক্ষানীতির পাঠ্যক্রমে ইতিহাস ও বিজ্ঞানের বিকৃতি ঘটিয়েছে কেন্দ্রীয় সরকার। দেশের বিশিষ্ট শিক্ষাবিদের মতামতকে উপেক্ষা করে কেন্দ্রীয় সরকার এই শিক্ষানীতি ছাত্র ছাত্রীদের মধ্যে চাপিয়ে দেওয়া হয়েছে । তার বিরুদ্ধে অল ইন্ডিয়া সেভ এডুকেশন ত্রিপুরা রাজ্য কমিটি সরব হয়েছে।
এদিন সংগঠনের ত্রিপুরা রাজ্য কমিটির সহ সেবক হর কিশোর ভৌমিক, জাতীয় শিক্ষানীতির বিরোধিতা করে আগামী ৩ ফেব্রুয়ারী দিল্লীর ঘালিব ইনস্টিটিউট অডিটোরিয়ামে এক সর্বভারতীয় শিক্ষা সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে। দেশের প্রায় ২৩টি রাজ্য থেকে প্রতিনিধিরা ওই সম্মেলনে অংশগ্রহণ করবেন। ত্রিপুরা থেকেও ওই সম্মেলনে উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন তিনি।