ভাদোদরায় ওষুধ তৈরির কারখানায় বিস্ফোরণে মৃত ৩ কর্মী, আহত ১

ভাদোদরা, ৩১ জানুয়ারি (হি.স.): গুজরাটের ভাদোদরা জেলায় একটি ওষুধ প্রস্তুতকারক কারখানায় বিস্ফোরণে ৩জন কর্মীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১জন কর্মী। পুলিশ জানিয়েছে, বুধবার দুপুরে এই দুর্ঘটনাটি ঘটেছে।

ভাদোদরা জেলার পাদ্রা তালুকের একলবারা গ্রামে ওষুধ তৈরির কারখানাটি রয়েছে। পাদ্রার পুলিশ ইন্সপেক্টর এলবি তাদভি জানিয়েছেন, ওনিরো লাইফকেয়ারের প্ল্যান্টে একটি গ্যাস পাইপ থেকে লিকেজ হওয়ার এই বিস্ফোরণটি ঘটেছে। বুধবার দুপুর ২টো নাগাদ এই বিস্ফোরণটি হওয়ার সময় কারখানায় উপস্থিত ছিলেন মোট ৪জন কর্মী। তাদের মধ্যে ৩জনের মৃত্যু হয় এবং আহত হন ১জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *