শান্তি রায় চৌধুরী
কলকাতা, ৩০ জানুয়ারি (হি.স.) : দেখতে দেখতে এসে গেল ২০২৪ প্যারিস অলিম্পিক। আর চার মাস বাদেই ২৬ জুলাই প্যারিসে বসছে গ্রেটেস্ট শো অন আর্থ- অলিম্পিক। যাকে ঘিরে অংশগ্রহণকারী খেলোয়াড় ও কর্মকর্তাদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। এবারের প্যারিস অলিম্পিকের মূল আকর্ষণ অলিম্পিক ভিলেজটি। ৪০০ কোটি ইউরো ব্যয়ে নবনির্মিত প্যারিস ২০২৪ এই অলিম্পিক ভিলেজটি তৈরী হয়েছে। যা পরিদর্শন করে সন্তুষ্টি প্রকাশ করেছেন আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) প্রধান থমাস বাখ।
প্যারিস অলিম্পিকে প্রায় সাড়ে ১৪ হাজার ক্রীড়াবিদ ও কর্মকর্তাদের জন্য যে অলিম্পিক ভিলেজটি তৈরি হয়েছে তার আয়তন প্রায় ৭০টি ফুটবল মাঠের সমান! অলিম্পিক শেষ হওয়ার পরই এখানে রয়েছে প্যারা অলিম্পিক গেমস। প্রায় ৯ হাজার ক্রীড়াবিদকে আতিথ্য দেবে এই অলিম্পিক ভিলেজ।
ফ্রান্সের রাজধানী প্যারিসের উত্তরে নবনির্মিত হয়েছে এই গেমস ভিলেজটি। অলিম্পিক কমিটির প্রধান বাখ যিনি একজন ১৯৭৬ অলিম্পিক গেমসের পশ্চিম জার্মানির অ্যাথলিটও। তিনি ভিলেজটিকে অত্যন্ত দৃষ্টিনন্দন হিসেবে আখ্যা দিয়েছেন। সেই সঙ্গে তিনি বলেছেন,’এই ভিলেজ খুবই নিচ্ছিদ্র। শুধুমাত্র আমি নই, পুরো আইওসির কার্যনির্বাহী বোর্ডও এই ভিলেজ দেখে খুবই আনন্দিত। প্রস্তুতিও দারুণভাবে এগিয়ে যাচ্ছে।’
একজন অলিম্পিয়ান হিসেবে তিনি বলছেন, ‘অলিম্পিক ভিলেজে আসা সবসময়ই একটি দারুণ মুহূর্ত। অলিম্পিক গেমস শেষে যদি তার সাথে অন্য কোনো ক্রীড়াবিদের দেখা হয়, তখন একবারের জন্য হলেও তারা গেমস ভিলেজের অভিজ্ঞতার কথা বলেন। বিষয়টি এককথায় দারুণ। এই একটি জায়গায় যে পুরো অলিম্পিকের প্রাণ নিহিত।’ ২০২৪ প্যারিস অলিম্পিকের প্রধান সমন্বয়ক টনি এস্টানগুয়েট জানিয়েছেন, গেমসের প্রস্তুতি প্রায় শেষ।এখন চলছে ফিনিশিং টাচ। আশা করা যাচ্ছে মার্চের শুরুতেই পুরো ভিলেজের চাবি অলিম্পিকের ম্যানেজমেন্টকে বুঝিয়ে দেয়া হবে।

