মৃত্যুবার্ষিকীতে মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা মমতা বন্দ্যোপাধ্যায়ের

কলকাতা, ৩০ জানুয়ারি (হি. স.) : মহাত্মা গান্ধীর মৃত্যুবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার এক্স হ্যান্ডেলে তিনি বাপুর ছবির সাথে তাঁর ছবি পোস্ট করে তিনি লিখেছেন, আজ তাঁর মৃত্যুবার্ষিকীতে আমি মহাত্মা গান্ধীকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি।
প্রসঙ্গত, মহাত্মা গান্ধী ১৮৬৯ সালের ২ অক্টোবর গুজরাটের পোরবন্দরে জন্মগ্রহণ করেছিলেন। নাথুরাম গডসে, দেশের স্বাধীনতার পরে মুসলিম সম্প্রদায়কে আরও বেশি সুযোগ-সুবিধা দেওয়ায় ক্ষুব্ধ হয়ে ১৯৪৮ সালের ৩০ জানুয়ারি জাতির জনক মহাত্মা গান্ধীকে গুলি করেছিলেন। দিল্লির বিড়লা হাউসে প্রার্থনা সভায় যাওয়ার সময় নাথুরাম গডসে মহাত্মা গান্ধীকে গুলি করে। মহাত্মা গান্ধীর বয়স তখন ৭৮ বছর। প্রতি বছর ৩০ জানুয়ারি তাঁর মৃত্যুবার্ষিকী পালিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *