মহাত্মা গান্ধীর চিন্তাধারা সর্বদাই ত্রিপুরাবাসীকে অনুপ্রাণিত করে : রাজ্যপাল

আগরতলা, ৩০ জানুয়ারি: মহাত্মা গান্ধী স্বাধীনতার জন্য সংগ্রাম করে গেছেন। মহাত্মা গান্ধীর চিন্তাধারা সর্বদাই ত্রিপুরাবাসীকে অনুপ্রাণিত করে। আজ মহাত্মা গান্ধীর শহীদান দিবসে একথা বলেন রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু।

প্রসঙ্গত, ৩০ জানুয়ারি মহাত্মা গান্ধীর শহীদান দিবস। তারই অঙ্গ হিসেবে আজ রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু প্রথমে সার্কিট হাউস স্থিত গান্ধী মূর্তির পাদদেশ ও পরে গান্ধী ঘাট স্থিত গান্ধী বেদীতে পুষ্পার্ঘ অর্পণ করেছেন। এদিন তাঁর সঙ্গে ছিলেন মন্ত্রী শান্তনা চাকমা সহ অন্যান্যরা।

এদিন রাজ্যপাল বলেন, দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সবাইকে নিরলস কাজ করতে হবে।