দিল্লি শীঘ্রই পঞ্চম বৃদ্ধাশ্রম পাবে : দিল্লি সরকার


নয়াদিল্লি, ৩০ জানুয়ারি (হি.স.) : খুব শীঘ্রই পঞ্চম বৃদ্ধাশ্রম পাবে দিল্লি । দিল্লি সরকারের তরফ থেকে মঙ্গলবার পঞ্চম বৃদ্ধাশ্রম চালু কথা জানানো হয়েছে। দিল্লি সরকারের তরফ থেকে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এটি চালু করার জন্য আনুষ্ঠানিক অনুমোদন মঞ্জুর করেছেন। মঙ্গলবার দিল্লি সরকারের তরফ থেকে একটি সরকারি বিবৃতি জারি করে এই তথ্য জানানো হয়েছে।

মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের কার্যালয় থেকে একটি বিবৃতিতে জানানো হয়েছে যে এই বৃদ্ধাশ্রমটি দিল্লির পশ্চিম ভিহারে তৈরি করা হচ্ছে। ওই বিদ্ধাশ্রমটি নিঃস্ব বয়স্ক বাসিন্দাদের জন্য উন্নতমানের সুবিধা দিয়ে সাজানো হয়েছে। দিল্লি সরকারের সমাজকল্যাণ বিভাগ বর্তমানে চারটি বৃদ্ধাশ্রম পরিচালনা করছে