আগরতলা, ২৯ জানুয়ারি: বাম আমলে যেমন বাঙালী বিদ্বেষী দুষ্কৃতীকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা না নিয়ে ভোটের স্বার্থে তোষণ নীতি চালানো হয়েছিল। ত্রিপুরায় বিজেপি পরিচালিত সরকারও ক্ষমতার লক্ষ্যে একই নীতি চালিয়ে যাচ্ছে। আজ সাংবাদিক সম্মেলনে তেলিয়ামুড়া থানাধীন কলয় পাড়ায় বাঙালীদের ১৪টি ঘর পুরোপুরি ভেঙ্গে গুড়িয়ে দেওয়ার ঘটনার প্রসঙ্গ টেনে এনে একথা বলেন আমরা বাঙালি সচিব গৌরাঙ্গ রুদ্রপাল।
এদিন তিনি বলেন, গত শুক্রবার রাতের অন্ধকারে তেলিয়ামুড়া থানাধীন কলয় পাড়ায় দুষ্কৃতিকারিরা প্রধানমন্ত্রী আবাস যোজনায় নির্মাণাধীন ১৪টি ঘর ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে। আক্রমণকারীরা ওই এলাকাতে বাঙালীদের থাকতে দেবেনা তার প্রমাণ পাওয়া গিয়েছে। এই ঘটনার প্রতিবাদ জানিয়ে সোরাব হয়েছে আমরা বাঙালি।
তাঁর কথায়, অতীতে তেলিয়ামুড়ায় একটি অস্থায়ী পুলিশ ক্যাম্প ছিল। কিন্তু অনেকদিন আগে তা তুলে দেওয়া হয়েছে।তেলিয়ামুড়ার উত্তর ব্রহ্মছড়া এলাকায় অবিলস্থৌছায়ী পুলিশ ক্যাম্প বসাতে হবে ও প্রত্যন্ত এলাকায় বসবাসরত বাঙালীদের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। তাই অবিলম্বে উত্তর ব্রহ্মাচড়ায় বাঙালীদের বাড়ীঘর যারা ভাঙ্গচুর করেছে তাদের তদক্রমে চিহ্নিত করে কঠোরতম শাস্তি দিতে হবে। পাশাপাশি ক্ষতিগ্রস্থদের ক্ষতিপূরণ ব্যবস্থা করতে হবে।
সংগঠনের পক্ষ থেকে আরো দাবি জানানো হয়েছে, এডিসি এলাকায় ব্যবসা বাণিজ্যে রত বাঙালী ব্যবসায়ীদের উপর ট্যাক্স চাপানো বন্ধ করতে হবে। তাছাড়া, ত্রিপুরায় বাঙালীদের সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠা করতে হোক.

