ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি।। দুর্দান্ত জয় পেয়েছে ত্রিপুরা বিশ্ববিদ্যালয় দল। নর্থইস্ট জোন ইন্টার ইউনিভার্সিটি পুরুষদের ক্রিকেট টুর্নামেন্টে খেলা হচ্ছে গুয়াহাটির আরজিইউ ক্রিকেট গ্রাউন্ডে। টি-টোয়েন্টি ক্রিকেটে ত্রিপুরা বিশ্ববিদ্যালয় ক্রিকেট দল ৮ উইকেটের বড় ব্যবধানে গুয়াহাটির কটন ইউনিভার্সিটিকে পরাজিত করেছে। টসে জিতে কটন ইউনিভার্সিটি প্রথমে ব্যাটিং -এর সিদ্ধান্ত নেয়। সীমিত ২০ ওভারে ছয় উইকেট হারিয়ে কটন ইউনিভার্সিটি ১০৮ রান সংগ্রহ করে। দলের পক্ষে প্রীতম ঘোষ সর্বাধিক ৩৩ রান এবং সাহিল হক ২৫ রান পায়। ত্রিপুরা বিশ্ববিদ্যালয় দলের স্বরাব সাহানি ৮ রানে দুটি উইকেট পেয়েছে। এছাড়া রাজদীপ দত্ত, অর্কজিৎ রায় ও সাহিল সুলতান একটি করে উইকেট পেয়েছে। জবাবে ব্যাট করতে নেমে ত্রিপুরা বিশ্ববিদ্যালয় দলের পল্লব দাসের অনবদ্য ব্যাটিং এবং অপরাজিত ৫৫ রানের পাশাপাশি তন্ময় দাসের অপরাজিত ২১ রান ও ওপেনার অর্কপ্রভর ২১ রানের সুবাদে আট ওভার খেলেই ত্রিপুরা ইউনিভার্সিটি ২ উইকেট হারিয়ে জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়। বিজয়ী ত্রিপুরা বিশ্ববিদ্যালয় দলের পল্লব দাস ম্যান অফ দ্যা ম্যাচের খেতাবও পেয়েছে।
2024-01-29