নাইডু ট্রফিতে সৌরাষ্ট্রের কাছেও ইনিংস পরাজয়ের মুখে ত্রিপুরা

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি : অনূর্ধ্ব ২৩ জাতীয় কর্নেল সি কে নাইডু  ট্রফি ক্রিকেট টুর্নামেন্টে আরও একটি ম্যাচে জঘন্য পরাজয়ের সম্মুখীন ত্রিপুরা। চলতি এই টুর্নামেন্টে রাজ্য দল নিজেদের চতুর্থ ম্যাচ খেলতে নামে প্রতিপক্ষ শক্তিশালী সৌরাষ্ট্রের বিপক্ষে। চার দিনের ম্যাচের প্রথম দিনেই ইনিংসে লিড নেওয়ার ইঙ্গিত দেয় স্বরাষ্ট্রের ক্রিকেটাররা। সোমবার ছিল ম্যাচের দ্বিতীয় দিন। কিন্তু এদিন প্রতিপক্ষের বোলারদের বোলিং দাপটের সামনে আরো একবার ব্যাটিং ব্যর্থতার নজির স্থাপন করে রাজ্যের ক্রিকেটাররা। দ্বিতীয় দিনের শেষে ইনিংসে পরাজয় প্রতিরোধ করতে লড়াই অব্যাহত রাখতে সক্ষম হয় দল। যদিও ইনিংসে লিড নিতে রাজ্য দলের প্রয়োজন আরো ২২৭ রান। হাতে রয়েছে সাতটি উইকেট। গতকাল রবিবার ম্যাচের প্রথম দিন স্বরাষ্ট্র আগে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ৩৫৭ রান তুলে বড় রানের ইঙ্গিত দেয়। এই অবস্থায় সোমবার দ্বিতীয় দিন পি রানার মারমুখি ডাবল সেঞ্চুরির সাহায্যে সবকটি উইকেট হারিয়ে ৪৩০ রান তুলে সৌরাষ্ট্র। এর মধ্যে রানা ২২১ রানে থাকে অপরাজিত। তার এই বিশাল রানের মধ্যে চার ছিল ২১টি ও ৬ ছিল আট টি। এছাড়াও অন্স গোসাই করে ৫৪ রান। রাজ্যের বোলারদের মধ্যে চন্দন রায় ও সুদীপ সরকার নেয় তিনটি করে উইকেট। এছাড়া একটি করে উইকেট পেল কাজল সূত্রধর ও অমিত আলী। স্বরাষ্ট্রের প্রথম ইনিংসে লড়াই ৪৩০ রানে শেষ হয়ে যাওয়ার পর ত্রিপুরা প্রথম ইনিংস ব্যাট করতে নেমে মাত্র  ১৪৯ রানে। অলআউট এর শিকার। রাজ্যের ব্যাটসম্যানদের মধ্যে শুভম সূত্রধর (২৩), রিয়াজ উদ্দিন (৩২) ও অমিত আলী (৩৯) ছাড়া বাকি সব ব্যাটসম্যানই চূড়ান্ত ব্যর্থতার পরিচয় দেয়।  সৌরাষ্ট্রের অর্থ জাদা ৬৪ রান দিয়ে একাই তুলে নিয়ে রাজ্যের আটজন ব্যাটসম্যানকে। ফলে ইনিংসে ফলো অন বাঁচাতে ব্যর্থ হয়ে দিনের অবশিষ্ট সময়ে ইনিংসে পরাজয় প্রতিরোধ করার লক্ষ্যমাত্রাকে সামনে রেখে দ্বিতীয় ইনিংস ব্যাট করতে নামে। কিন্তু দ্বিতীয় ইনিংসেও রাজ্যের কোন ব্যাটসম্যানের পক্ষে লম্বা ইনিংসের ঘোড়া হয়ে ওঠা সম্ভব হয়নি। দিনের শেষে ত্রিপুরা তিনজন ব্যাটসম্যানকে হারিয়ে ৫৪ রান তুলে লড়াই জারি রাখে। ইনিংসে পরাজয় প্রতিরোধ করতে হলে আগামীকাল ম্যাচের তৃতীয় দিন রাজ্য দলের প্রয়োজন আরো ২২৭ রান। হাতে রয়েছে সাতজন ব্যাটসম্যান। যদিও এই রান তোলা রাজ্য দলের ক্রিকেটারদের পক্ষে অনেকটাই অসম্ভব বলেই আশঙ্কা। গত তিন ম্যাচে যেভাবে ব্যাটসম্যানরা ব্যাট হাতে নিয়ে ব্যর্থতার পরিচয় দিয়ে চতুর্থ ম্যাচেও এর ধারাবাহিকতা বজায়  রেখে চলেছে তাতে নিশ্চিত আরও একটি জঘন্য পরাজয়ের সম্মুখীন রাজ্যের অনূর্ধ্ব ২৩ দলের ক্রিকেটাররা। এবারেরই ক্রিকেট টুর্নামেন্টে প্রথম দুই ম্যাচে ইনিংসে পরাজয়ের পর নিজেদের তৃতীয় ম্যাচে ইনিংসে লিড নিয়ে ম্যাচ ড্র করার সুবাদে এখন পর্যন্ত রাজ্য দলের ঝুলিতে রয়েছে মাত্র তিন পয়েন্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *