সড়ক মেরামতে ক্ষতিগ্রস্থ জম্পুই-এর ব্যবসায়ীরা, আর্থিক সাহায্যের দাবি ব্যবসায়ীদের

নিজস্ব প্রতিনিধি, কাঞ্চনপুর, ২৯ জানুয়ারি: কাঞ্চনপুর জম্পুই রোডের ১২২ জন ব্যবসায়ীদের মাথায় হাত। আর্থিক সাহায্যের জন্য মানবিক আবেদন করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রীকে। উত্তর জেলার কাঞ্চনপুর মহকুমায় জম্পুই সড়কটি প্রস্থ বাড়ানোর উদ্দেশ্যে দুপাশে থাকা ব্যবসায়ীদের দোকানপাট ভাঙার সিদ্ধান্ত নেয় কাঞ্চনপুর মহকুমা প্রশাসন। ব্যবসায়ীদেরকে আর্থিক ক্ষয়ক্ষতির পূরণ না দিয়ে এই সিদ্ধান্ত নেওয়ায় ব্যবসায়ীরা ক্ষোভে ফুঁসছেন।

দোকানপাট ভাঙ্গার বিষয়টিকে কেন্দ্র করে ব্যবসায়ীদের ক্ষতি পূরণের দাবি জানিয়ে এগিয়ে আসে কাঞ্চনপুর বাজার কমিটি, এক জোটে কাঞ্চনপুর মহকুমা শাসকের নিকট স্মারকলিপি প্রদান করে ব্যবসায়ীদের ক্ষতিপূরণের দাবি জানান তারা।

দোকানপাট ভাঙ্গার বিষয়টিকে কেন্দ্র করে  সোমবার দুপুর ১২ টায় কাঞ্চনপুর মহকুমা শাসকের ডাকে এক গুরুত্বপূর্ণ বৈঠক করা হয় মহকুমা শাসকের কার্যালয়ে। বাজার কমিটির পক্ষ থেকে পাঁচজনের এক প্রতিনিধি দল এই বৈঠকে অংশগ্রহণ করে ব্যবসায়ীদের আর্থিক ক্ষয়ক্ষতির দাবি তুলে ধরলে মহকুমা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় জায়গার মালিকপক্ষকে টাকা দেওয়া হয়েছে।
 যারা ব্যবসায়ী রয়েছেন তাদের জন্য মহকুমা প্রশাসনের কাছে কোন বার্তা আসেনি তাই এই ব্যাপারে কোন মতামত প্রকাশ করেননি মহকুমা শাসক।

জম্পুই রোডে দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসা ১২২ জন ব্যবসায়ীরা এখন নিরুপায় সরকারি, বেসরকারি বন্ধন ব্যাংক সহ বিভিন্ন মাইক্রো ফাইনান্স কোম্পানি থেকে ঋণ নিয়ে ব্যবসা শুরু করে কোনরকম জীবনযাপন করেছেন। ইতি মধ্যে দোকানপাট ভাঙ্গার বিষয়টিকে কেন্দ্র করে ব্যবসায়ীদের রাতের ঘুম কেড়ে নিয়েছে কাঞ্চনপুর মহকুমা প্রশাসনিক ব্যবস্থা। লাটে উঠেছে ব্যবসা-বাণিজ্য।  বৈঠক শেষ করে কাঞ্চনপুর বাজার কমিটির পক্ষ থেকে বাজার কমিটির সম্পাদক ছোট ছোট ব্যবসায়ীদের উদ্দেশ্যে আর্থিক ক্ষয়ক্ষতির পূরনের লক্ষ্যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কে মানবিক আবেদন করেন তিনি।