পান্ডবেশ্বরে কোলিয়ারীর ড্রোজার চালকের মৃতদেহ উদ্ধার

দুর্গাপুর, ২৯ জানুয়ারি (হি. স.) সাত সকালে গ্রামের নির্মিয়মান নিকাশী নালায় কোলিয়ারীর ড্রোজার চালকের মৃতদেহ উদ্ধার হল। সোমবার ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে পাণ্ডবেশ্বরের ডিভিসি পাড়া এলাকায়।

পুলিশ সূত্রে জানা গেছে, মৃতের নাম সরোজ সোনি (৪০) বিহারের মতিয়ারি জেলার খেজুরিয়ার বাসিন্দা। পাণ্ডবেশ্বরে এক বেসরকারি কয়লা খনিতে ড্রোজার চালকে কর্মরত ছিলেন।
ঘটনায় জানা গেছে, পান্ডবেশ্বর ডিভিসি পাড়ায় নিকাশী নালা সংস্কারের কাজ চলছে। দেবু মুখার্জি নামে এক বাসিন্দার বাড়ির দরজার সামনে নালার ভেতর মৃতদেহটি পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পাণ্ডবেশ্বর থানার পুলিশ ।মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পাণ্ডবেশ্বর থানার পুলিশ।