আগরতলা, ২৯ জানুয়ারি: ত্রিপুরার দুটি লোকসভা আসনে জয়লাভ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উপহার দেওয়া রাজ্য সরকারের একমাত্র লক্ষ্য। আজ প্রদেশ বিজেপি মুখ্য কার্যালয়ে বৈঠকের শেষে একথা বলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য্য।
এদিন শ্রী ভট্টাচার্য্য বলেন, আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে পশ্চিম ত্রিপুরা আসন ও পূর্ব ত্রিপুরা আসনের নতুন ভোটারদের নিয়ে বৈঠকের আয়োজন করা হয়েছে।
এদিন তিনি আরও বলেন, ত্রিপুরার দুটি লোকসভা আসনে প্রার্থীকে বিপুল ভোটে জয়যুক্ত করে নরেন্দ্র মোদীর হাতকে শক্তিশালী করতে হবে।

