বিকল্প ব্যবস্থা ছাড়াই উচ্ছেদ অভিযানে ক্ষুদ্ধ কাপড় ব্যবসায়ীদের পথ অবরোধ 

আগরতলা,২৯ জানুয়ারি: প্রশাসনের পক্ষ থেকে বিকল্প জায়গার ব্যবস্থা না করে দেওয়াতে ছৈল্যাংটা বাজারের ক্ষুদ্ধ ফুটপাতের কাপড় ব্যবসীরা পথ অবরোধে সামিল হয়েছেন। অবরোধের জেরে যানচলাচল স্তব্ধ হয়ে পড়ে। তাতে যাত্রী দূর্ভোগ চরমে পৌঁছেছিল।

জনৈক অবরোধকারীদের  অভিযোগ, দীর্ঘদিন যাবৎ ছৈল্যাংটা বাজারের মাঠে ফুটপাতে তাঁরা কাপড়ের ব্যবসা করেছেন। এই ব্যবসার উপর তারা নির্ভরশীল। কিন্তু আজ সকালে কাপড় ব্যবসায়ীদের মহকুমা শাসকের তরফ থেকে জানানো হয়েছে  ছৈল্যাংটা মাঠে গর্ত করা যাবে না।তাঁরা বলেন, মাঠে যদি গর্ত করতে না দেওয়া হয় তাহলে কিভাবে কাপড় সাজানো হবে। প্রশাসনের পক্ষ থেকে বিকল্প জায়গার ব্যবস্থা না করে তাঁদের উচ্ছেদ করানো হচ্ছে।

তাই তাঁরা বাধ্য হয়ে পথ অবরোধে সামিল হয়েছেন। তাদের দাবি বিকল্প জায়গা ব্যবস্থার পর তাদের মাঠ থেকে উচ্ছেদ করা হোক।