প্যারিস, ২৯ জানুয়ারি (হি.স.): লিগ ওয়ানে রবিবার (২৮ জানুয়ারি) রাতে ব্রেস্টের বিরুদ্ধে মাঠে নেমেছিল পিএসজি। প্রথমার্ধে দুই গোলে এগিয়ে থেকেও, শেষ পর্যন্ত ২-২ গোলে ড্র করেছে ফরাসি চ্যাম্পিয়নরা। পার্ক দে প্রিন্সেসে প্রথম হাফে দাপট দেখিয়েছে পিএসজি। ম্যাচের ৩৮ মিনিটে মার্কো অ্যাসেনসিও ও শেষের দিকে দ্বিতীয় গোলটি করেন কোলো মুয়ানি।
দুই গোলের লিড নিয়ে বিরতিতে যায় পিএসজি। দ্বিতীয় হাফে দুইটি গোলই শোধ দিয়ে দেয় ব্রেস্ট। ম্যাচের ৫৫ মিনিটে ব্রেস্টের হয়ে প্রথম গোলটি করেন মাহদি কামারা। আর ম্যাচের ৮০ মিনিটে দলকে সমতা এনে দেন পেরেইরা লাগে। লিগে টানা দুই জয়ের পর পয়েন্ট হারাল পিএসজি। তবে ব্রেস্টের বিপক্ষে পয়েন্ট হারিয়েও লিগ টেবিলের শীর্ষে রইল পিএসজি। ১৯ ম্যাচে পিএসজির পয়েন্ট ৪৪। সমান ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে রয়েছে ব্রেস্ট।

