নয়াদিল্লি, ২৯ জানুয়ারি ৷৷ রাজস্থানের মহাজনে সোমবার থেকে শুরু হল ভারত-সৌদি আরব যৌথ সামরিক মহড়ার উদ্বোধনী সংস্করণ ‘সাদা তানসিক’। এই মহড়া ২৯ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে বলে নির্ধারিত রয়েছে। রয়াল সৌদি ল্যান্ড ফোর্সেস-এর প্রতিনিধিত্বকারী সৌদি আরবের সেনা দলটি ৪৫ জন জওয়ান নিয়ে গঠিত। গার্ডস্ (ম্যাকানাইজড ইনফেন্ট্রি)–এর ব্রিগেড থেকে গৃহীত ব্যাটেলিয়নের দ্বারা প্রতিনিধিত্বকারী ভারতীয় সেনা দলটিও ৪৫ জন জওয়ানের সমন্বয়ে গঠন করা হয়েছে।
এই মহড়ার লক্ষ্য হল রাষ্ট্রসংঘ সনদের সপ্তম অধ্যায়ের আওতায় অংশত মরুভূমি এলাকায় যৌথ অভিযান পরিচালনা করার জন্য উভয় পক্ষের সেনা বাহিনিকে প্রশিক্ষণ দান করা। এই মহড়া আংশিক প্রচলিত এলাকায় অভিযান পরিচালনার কৌশল, কায়দা ও পদ্ধতিগুলির সেরা চর্চ্চাকে দুই বাহিনীর জওয়ানদের মধ্যে ভাগ করে নেওয়ার সুযোগ সৃষ্টি করবে এবং এতে উভয় পক্ষই লাভবান হবে।

