হরিদ্বার থেকে অযোধ্যা পর্যন্ত ট্রেন যাত্রার শুভসূচনা, মোদী ও বৈষ্ণবের প্রতি কৃতজ্ঞ ধামি

হরিদ্বার, ২৯ জানুয়ারি (হি.স.): উত্তরাখণ্ডের হরিদ্বার রেল স্টেশন থেকে উত্তর প্রদেশের অযোধ্যা পর্যন্ত শ্রী রামমন্দির যাত্রার শুভসূচনা করলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। সোমবার হরিদ্বার রেল স্টেশন থেকে অযোধ্যা পর্যন্ত বিশেষ ট্রেন যাত্রার শুভ সূচনা করেছেন মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি।

হরিদ্বার তথা উত্তরাখণ্ডের অন্যান্য স্থান থেকে ভক্তরা যাতে সহজেই অযোধ্যায় রামমন্দির দর্শন করতে যেতে পারেন, তার জন্যই এই বিশেষ ট্রেন যাত্রার শুভসূচনা করা হয়েছে। এই ট্রেন যাত্রার শুভ সূচনার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে ধন্যবাদ জানিয়েছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। তিনি বলেছেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রেলমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাতে চাই, এই ট্রেনের মাধ্যমে রামভক্তরা অযোধ্যা যাওয়ার সুযোগ পেয়েছেন, দীর্ঘ সংগ্রামের পর এই সুযোগ এসেছে এবং প্রধানমন্ত্রীর কার্যকালে আমরা তা অর্জন করেছি।”