লিভারপুল, ২৯ জানুয়ারি (হি.স.): দুর্বল নরউইচ সিটির বিরুদ্ধে শুরুতেই এগিয়ে যায় লিভারপুল। তবে নরউইচ সিটিও ২২ মিনিটে সমতায় ফেরার পর ২৮ মিনিটে আবারও পিছিয়ে পড়ে। দ্বিতীয়ার্ধে নরউইচকে আর কোনও সুযোগই দেয়নি লিভারপুল। একের পর এক গোলের ঝড় তুলে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে ইয়ুর্গেন ক্লপের দল।
রবিবার (২৮ জানুয়ারি) রাতে এফএ কাপের চতুর্থ রাউন্ডের ম্যাচে নরউইচ সিটিকে ৫-২ গোলে হারিয়েছে লিভারপুল। এই জয়ে টুর্নামেন্টের পঞ্চম রাউন্ডে উঠেছে ক্লপের দল। ঘরের মাঠে শুরু থেকেই দাপুটে ফুটবল খেলেছে লিভারপুল। বল দখল, আক্রমণ থেকে শুরু করে সব কিছুতেই এগিয়ে ছিল ক্লপের শিষ্যরা।

